সংবাদদাতা, বাঁকুড়াঃ- বুধবার ছাতনা বিধানসভা কেন্দ্রের জগন্নাথপুর অঞ্চলে নির্বাচনী প্রচারে যান বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার। নির্বাচনী প্রচারে বেরিয়ে বাঁধে বিপত্তি। সেখানে তৃণমূলের একজন পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপি প্রার্থীকে তার পাঁচ বছরের কাজের হিসাব জানতে গেলে তার কলার ধরে ধাক্কা দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থী সুভাষ সরকারের বিরুদ্ধে। পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকরা তাকে মারধর করে বলে অভিযোগ করেন তেঘরী পঞ্চায়েত সমিতির সদস্য আবির চন্দ্র মন্ডল।
ঘটনায় পঞ্চায়েত সমিতির সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে থানায় এফ আই আর এর পাশাপাশি নির্বাচন কমিশনেও জানাবো বলেও জানান তিনি। যদিও বিজেপি প্রার্থী সুভাষ সরকারের দাবি, তৃণমূলের নেতা হাতে পাঞ্জ নিয়ে আসবে, তাহলে তাকে কি ফুল দিয়ে পুজো করবে কেউ। এছাড়াও তিনি বলেন তেঘরি অঞ্চলে ভারতীয় জনতা পার্টির সাংসদ এত কাজ করেছে, যেটা তৃণমূলের হজম হয়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ছাতনা থানার পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।