eaibanglai
Homeএই বাংলায়সিআরপিএফ কর্মীর বাড়িতে সর্বস্ব চুরি

সিআরপিএফ কর্মীর বাড়িতে সর্বস্ব চুরি

সংবাদদাতা, বাঁকুড়াঃ বাড়িতে কেউ ছিলনা, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে নগদ টাকা, সোনার গহনা সহ সর্বস্ব নিয়ে চম্পট দিল চোরের দল। খাতড়ার রবীন্দ্র সরণীর ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, খাতড়া শহরের রবীন্দ্র সরণী এলাকায় নিজের বাড়িতে থাকেন সুজাতা রায়, তাঁর স্বামী একজন সিআরপিএফ কর্মী, বর্তমানে কর্মসূত্রে তিনি ত্রিপুরাতে থাকেন। গত বুধবার ভোরে বাড়িতে তালা লাগিয়ে অন্নপ্রাশনের অনুষ্ঠানে যোগ দিতে তিনি দুর্গাপুরে যান। শুক্রবার রাতে বাড়ি ফিরে চুরির বিষয়টি তিনি জানতে পারেন বলে খবর।

গৃহকর্ত্রী সুজাতা রায় বলেন, বাড়িতে তালা লাগিয়েই দুর্গাপুর যাই। এদিন রাতে বাড়ি ফিরে দেখি পরপর দু’টি দরজার চাবি ভাঙ্গা। কেউ বা কারা বাড়ির ভীতরে ঢুকে আলমারিতে থাকা বেশ কিছু সোনার গহনা, রুপার কয়েন ও নগদ প্রায় ২৫ হাজার টাকা নিয়ে পালিয়েছে বলে তিনি দাবি করেন।

গৃহকর্ত্রীর মামা তারক রায় বলেন, মাত্র দু’টো রাত ভাগনী বাড়িতে ছিলনা, তার মধ্যেই এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো! জনবহুল এলাকার মধ্যে এই চুরির ঘটনা যথেষ্ট আতঙ্কের বলে তিনি মনে করছেন বলে জানান।

ওই পরিবারের তরফে পুরো বিষয়টি খাতড়া থানায় জানানো হয়। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত ওই চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ কাওকে আটক বা গ্রেফতার করতে পারেনি বলে জানা গেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments