eaibanglai
Homeএই বাংলায়কর্মীদের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া

কর্মীদের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া

সংবাদদাতা, আসানসোল:- প্রচারে বেরিয়ে নিজেদের দলীয় কর্মীদের কাছে বিক্ষোভের মুখে পড়লেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। শনিবার আসানসোলের কুলটির এলসি মোড় থেকে কেন্দুয়া বাজার হয়ে কুলটি থানা মোড় পর্যন্ত রোড শোছিল সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার।কিন্তু কেন্দুয়া বাজারে দেখা যায় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক পতাকা নিয়ে বিক্ষোভ দেখায়।এর মধ্যে এক বিক্ষোভকারী জিসান কুরেসি অভিযোগ করেছেন প্রার্থী প্রচারে আসছেন তাকে জানানো হয়নি।অভিযোগ কুলটির বর্তমান বিধায়ক গরু পাচারের সঙ্গে যুক্ত রয়েছেন।সেই কারণে কুলটি বাসীরা বিজেপির প্রার্থীকে ভোট দান থেকে বিরত থাকবে।এর পাশাপাশি তিনি নিজেকে গত আসানসোল পুরনিগমের নির্বাচনের প্রার্থী বলেও দাবি করেছেন। এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় কুলটির কেন্দুয়া বাজারে। সাংবাদিকরা ছবি তুলতে বাধা দেওয়া হয়েছে।এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং, আলুওয়ালিয়া কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ যার নাম ঘোষণা করেছেন একজন কর্মী হিসেবে তিনি বুঝতে চাইছেন না যে প্রার্থী হিসেবে কাকে নিয়ে আসা হয়েছে এবং তিনি কাদের প্রত্যাশী। অন্যদিকে বিজেপি প্রার্থীর রোড শো তে দেখা যায় বেশ কিছু নাবালক শিশুকে যারা পতাকা হাতে রোড শোতে অংশ নিয়েছে। যা নির্বাচনবিধি বিরুদ্ধে বলে অভিযোগ।এই বিষয়ে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া কে জিজ্ঞেস করা হলে তিনি জানান মোদিজীর বিকশিত ভারতের আহবায়ক হিসেবেই ওই শিশুরা এই মিছিলে এসে দেশের উন্নয়নকে যেন আহবান জানাচ্ছেন।অন্যদিকে গরু পাচারের অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্বরা।

এই প্রসঙ্গে আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা বলেন পহেলা বৈশাখের শুভকামনা নিয়ে আমি আজকে এসেছি পলিটিক্যালই কোন বার্তা আমি দিতে চাই না নতুন বছর সকলের শুভ হোক এই কামনা করি। আমি তো আপনাদের কাছেই আছি আজকে কোন রাজনৈতিক প্রশ্ন আমাকে করবেন না।

এই প্রসঙ্গে তৃণমূল নেতা ভি শিবদাসন দাশু বলেন বিজেপি প্রার্থী হিসাবে বিজেপির মধ্যে খুব বিক্ষোভ হবে নাই বা কেন এতদিনপ্রার্থী ঘোষণা করতে পারেনি কিছু লোকাল নেতাদের বলেছিল টিকিট দেব । তাদের টিকিট দেবো বলে টিকিট দেয়নি। আজকে আলুওয়ালিয়া জি টিকিট নিয়ে মাঠে এসেছে। যাদের টিকিট দেওয়া হবে বলে বলা হয়েছিল তারা মাঠে কাজ করছিল এখন টিকিট দেয়নি তারাই বিরোধিতা করছে বিক্ষুব্ধ বিজেপির মধ্যে তো এরকম আছে। এরকম চলতেই থাকবে। নাবালক শিশুর হাতে দলীয় পতাকা নিয়ে দেখার ক্ষেত্রে শিবদাসন দাশু জানান যে আমাদের দলীয় পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে লিখিত মেমোরনডম দেব। বিজেপি মিছিল করার জন্য কোন কার্যকর্তা পাচ্ছে না তাই জন্য এরা বাচ্চা ছেলেদেরকে নিয়ে মিছিলে বের হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments