সংবাদদাতা, বাঁকুড়া :- লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা থেকে প্রচার বিভিন্ন সময়ে বাঁকুড়ায় বিজেপির গোষ্ঠী কোন্দল সামনে এসেছে। লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে বিজেপি মনোভাবাপন্ন নির্দল প্রার্থী জীবন চক্রবর্তী শুরু থেকে জোর চর্চায় ছিলেন। আজ বৃহস্পতিবার নির্দল প্রার্থী হিসেবে জেলা শাসকের দপ্তরে আজ নিজের মনোনয়ন পত্র জমা দিলেন। জেলার সুভাষ বিরোধী হিসেবে তিনি পরিচিত। তার নমিনেশন ঘিরে শুরু হয়েছিল জোর চর্চা। এবার তিনি নির্দল থেকে নমিনেশন করাই লোকসভা ভোটের মুখে আরো একবার বিজেপির গোষ্ঠীদ্বন্দ প্রকাশ্য এল বলে রাজনৈতিক মহলের মত।
যদিও এই বিষয়ে নির্দল প্রার্থী জীবন চক্রবর্তীর দাবি তিনি বিজেপি মানসিকতার নির্দল প্রার্থী। সংবাদ মাধ্যমের কাছে তিনি দাবি করেন পুরানো দিনের বিজেপি কার্যকর্তাদের এক প্রকার বাদ দিয়ে তিনি নিজের ইচ্ছামত সংগঠন চলাচ্ছেন। আমি জিতলে বিজেপি কেই সমর্থন করবো। আমি প্রমান করে দেব সুভাষ সরকারের কোন জনপ্রিয়তা বাঁকুড়ায় নেই।
অন্যদিকে ৪৪ ডিগ্রি তাপমাত্রা কে মাথায় নিয়ে বৃহস্পতিবার নমিনেশন করলেন বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম ও কংগ্রেসের জোট প্রার্থীরা। এই দিন বাঁকুড়ার স্কুলডাঙ্গা সিপিআইএম এর দলীয় কার্যালয় থেকে পায়ে হেঁটে মিছিল করে সিপিআইএম কর্মী সমর্থক ও প্রার্থীরা জেলাশাসক দপ্তরের মূল গেট পর্যন্ত আসেন। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। এই দিন তিনি বলেন জেতার বিষয় ১০০ শতাংশ আশাবাদী। কারন মানুষ বুঝে গেছে গত ১০ বছরের অভিজ্ঞতায় তৃণমূল বা বিজেপিকে ভোট দিয়ে কোন লাভ নেই। মানুষের কথা শুধু বামপন্থীরাই বলেন। তাই সাধারণ মানুষ আবার ফিরে আসছেন। অন্যদিকে বিষ্ণুপুরের সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত বলেন গত ১৫ মার্চ থেকে প্রচারে বেরিয়েছি। প্রচার যত বেড়েছে সাধারণ মানুষ আমাদের তত কাছাকাছি এসেছে।