eaibanglai
Homeএই বাংলায়মান্না দে র ১০৬ তম জন্মদিন উপলক্ষ্যে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান

মান্না দে র ১০৬ তম জন্মদিন উপলক্ষ্যে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান

সংবাদদাতা, দুর্গাপুর:- ভারতবর্ষের কিংবদন্তি কন্ঠসঙ্গীত শিল্পী মান্না দে র ১০৬তম জন্মদিন পালন করলেন দুর্গাপুর মান্না দে ফ্যান্স এসোসিয়েশন এর সদস্যবৃন্দ তাঁরই স্বকন্ঠে গাওয়া গান অথবা সুরারোপিত সংগীতের মাধ্যমে। ১লা মে সন্ধ্যায় দুর্গাপুর ইস্পাত নগরী বি জোন এর স্বপন ব্যানার্জী স্মৃতিমঞ্চে আয়োজিত উল্লিখিত অনুষ্ঠানের সহযোগিতায় ছিল বি জোন ক্লাব সমন্বয় সমিতি। সূচনায় শিল্পীর প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রারম্ভিক বক্তব্যের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত এবং কবি অনিরুদ্ধ রায় চৌধুরী। শিল্পীর গাওয়া কিংবা সুর প্রদত্ত গান গাইলেন – সুব্রত মুখোপাধ্যায়,বাবলু প্রামাণিক, উজ্জ্বল নন্দী, সুমিতা রাহুত, পঙ্কজ শ্রীবাস্তব,আনন্দিতা রায়, দীপঙ্কর মুখোপাধ্যায়, বানী চট্টোপাধ্যায়, সোমনাথ বন্দ্যোপাধ্যায়, শুভম হালদার,হেমন্ত মজুমদার, দীনবন্ধু বালিয়াল প্রমুখ ২৩ জন সঙ্গীত শিল্পী। যন্ত্রসঙ্গীত সহযোগিতায় ছিলেন-অরিজিৎ রায়, অনুপম রায়, গৌরব দাস, সুব্রত বিশ্বাস, রতন কুন্ডু প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা তথ্য নির্ভর আলোচনার মাধ্যমে প্রাণবন্ত করে তুলতে সদর্থক ভূমিকা পালন করেন দেবদাস সেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments