eaibanglai
Homeএই বাংলায়অক্ষয় তৃতীয়ার দিন করা এই কাজগুলোই বদলে দেবে আপনার ভাগ্য!

অক্ষয় তৃতীয়ার দিন করা এই কাজগুলোই বদলে দেবে আপনার ভাগ্য!

সঙ্গীতা চ্যাটার্জী, তারকেশ্বর:- আগামী ১০ই মে শুক্রবার হলো অক্ষয় তৃতীয়া।এইদিন ভোর৪.১৭ তে তৃতীয়ার এই তিথি লাগছে আর শেষ হচ্ছে রাত ২টা ৫০ মিনিটে। এই দিন সকাল ১০ টা ৪০ মিনিটের মধ্যে পুজো সেরে ফেলবেন আর যদি তা না পারেন তাহলে অন্ততপক্ষে দুপুর ১২টার মধ্যে পুজো শেষ করার চেষ্টা করবেন। এই তিথিটি অত্যন্ত পূণ্যবহ একটি তিথি, এই দিন যা কিছু করা হয় তা অক্ষয় হয়ে রয়ে যায়।

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই দিন এমন কিছু কিছু কাজ আছে যেগুলি করলে শুভ ফল পাওয়া যায়-

১। এই দিন গঙ্গা বা কোন পূণ্যসলিলা নদীতে স্নান করে সকাল সকাল পুজো সেরে নিন।

২। এইদিন যব, গম, ছোলা, ছাতু, আখের রস, দুধ থেকে তৈরি খাদ্যদ্রব্য, সোনা, জল ভর্তি পাত্র, শস্য, জামাকাপড়, স্কুলের জুতো ইত্যাদি দান করার চেষ্টা করবেন।

৩। এই দিনে মদ বা মাংস খাবেন না, নিরামিষভোজন করার চেষ্টা করুন আর চাইলে উপোসও রাখতে পারেন।

৪। এই দিনে ব্রাহ্মণদের খাবার পরিবেশন করুন।
অথবা চেষ্টা করুন আপনার পরিচিত কোনো অভাবগ্রস্থ মানুষকে খাবার খাওয়াতে।

৫। জ্যোতিষ মতে বলা হয় যদি দামি কোন কিছু কিনতে না পারেন তাহলে এক গোছা সুতোও কিনতে পারেন সেটিও আপনার জন্য উপকারী হবে।

৬। এই দিন কাউকে গালিগালাজ করবেন না।

৭। এই দিন গুরুজন, মা, শিক্ষক, স্বামী,গুরুদেব এদের প্রতি সম্মান জ্ঞাপন করে চলুন।

৮। মনে রাখবেন অক্ষয় তৃতীয়ার দিন করা যে কোনো কাজ সবসময় ক্ষয়হীন ফল দান করে তাই চেষ্টা করবেন এই দিন যত পরিমাণে পারেন ঠাকুরের নাম জপ করার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments