eaibanglai
Homeএই বাংলায়দিলীপের পর এবার শুভেন্দু, বালি মাফিয়াদের হুঁশিয়ারি

দিলীপের পর এবার শুভেন্দু, বালি মাফিয়াদের হুঁশিয়ারি

সংবাদদাতা, বুদবুদ, দুর্গাপুরঃ- আগামী সোমবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনের দিন। সবকটি রাজনৈতিক দলেরই এখন ব্যস্ততা তুঙ্গে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে নিজেদের প্রার্থীর হয়ে জোর প্রচার চালিয়ে গিয়েছেন ইতিমধ্যেই। গত বছর হয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ ছিল শাসক তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস ও রিগিং এর আতঙ্কে মানুষ বাড়ি থেকে বের হয়ে ভোট দিতে পারেনি। সন্ত্রাস করে পঞ্চায়েত দখল করেছে শাসক তৃণমূল কংগ্রেস বলে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ ছিল। তাই এবার লোকসভা নির্বাচনের আগে দামোদর ও অজয় নদের বালি মাফিয়াদের বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছে বিজেপি। বিজেপির অভিযোগ শাসক তৃণমূল কংগ্রেস নির্বাচনে ভোটারদের প্রভাবিত করার জন্য বালি মাফিয়াদের অর্থ ও গুন্ডাবাহিনীর সাহায্য নিচ্ছে। শুধু অর্থই নয়, বালি মাফিয়াদের বিশেষ গুন্ডাবাহিনী দিয়ে সাধারণ ভোটারদের ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দিতে বাধ্য করছেন বলে অভিযোগ।

দুর্গাপুর ইস্পাত নগরী তিলক রোডে গত ৬ই মে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মঞ্চ থেকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সরাসরি বালি মাফিয়াদের হুঁশিয়ারি দিয়ে বলেন বালি মাফিয়াদের সমস্ত তালিকা সিবিআই ও ইডির হাতে রয়েছে। সিবিআই ও ইডি ঠিক সময়ে বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযানে নামবে। বালি মাফিয়াদের তালিকা দীর্ঘ হওয়ায় কিছুটা বিলম্বিত হচ্ছে। কিন্তু তিনি নিশ্চিত করে বলে দিয়ে যান সেদিন মঞ্চ থেকে যদি বালি মাফিয়ারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসক তৃণমূল কংগ্রেসের হয়ে সাধারণ ভোটারদের ভয় দেখিয়ে বা প্রভাবিত করার চেষ্টা করেন তার ফল তাদের ভুগতে হবে হাড়ে হাড়ে। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বালি মাফিয়াদের বিরুদ্ধে হুশিয়ারি দেন বুদবুদের জনসভা থেকে।

এদিন বুদবুদের জনসভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “বালি কারবারিরা হল তৃণমূলের সম্পদ। দামোদর ও অজয় নদ এখন বালি মাফিয়াদের স্বর্গরাজ্য। বালি মাফিয়াদের দৌরাত্মে জীবন ওষ্ঠাগত এলাকাবাসীর। দামোদর ও অজয় নদকে চুরি করে ফাঁক করে দিয়েছে। লিজ শেষ হওয়ার পরেও পুলিশ পহরায় বালি তুলছে। আর গাড়ী প্রতি তোলা তুলছে। ওই টাকা ভাইপোকে পাঠাচ্ছে।”

উল্লেখ্য, দামোদরে নদের ওপর গলসীর শিল্ল্যাঘাট, সোদপুর সহ বিভিন্ন এলাকায় বালি মাফিয়াদের বাড়বাড়ন্ত। নদী গর্ভে ৭০ ফুট গর্তে পাম্প বসিয়ে ছাঁকনি মেশিন দিয়ে চলছে বালি উত্তোলনের কাজ। নিম্ন দামোদরের পলাশডাঙা ও গোপালপুর মৌজা, অজয় নদের ওপর কাঁকসার বসুধা, সাতকাহানিয়া, পিয়ারাবাগান, শিবপুর, কাজলাডিহি, শ্যাওড়াতলা, কোটালপুকুর, থেকে রমরমিয়ে চলছে অবৈধভাবে বালি উত্তোলন বলে অভিযোগ। একই রকম ভাবে দামোদরের সিলামপুর, বুদবুদের রনডিহা ঘাটে দিবালোকে ট্রাক্টরে করে অবৈধ বালি পাচার হচ্ছে বলে অভিযোগ। আর ওই বালি বোঝাই লরি, ডাম্পার যাতায়াতে ভেঙে পড়ছে গ্রামের রাস্তা। শুধু তাই নয়, বিজেপির অভিযোগ এসব বালি মাফিয়ারা শাসকদলের ভোট নিয়ন্ত্রন করে। কাঁকসার জঙ্গলমহলের মলানদীঘি, বিদবিহার, বনকাটি, গোপালপুর, সিলামপুর ও নিম্ন দামোদরের পলাশডাঙা ও গোপালপুর মৌজা, বাঁকুড়ার সোনামুখী ও বড়জোড়া দুই থানার এলাকায় সন্ত্রাসের আবহ তৈরী হয়েছে। বালি মাফিয়ারা এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছে। সম্প্রতি গলসীর বিধায়কের সঙ্গে এক বালি মাফিয়ার হাত মেলানোর ছবি ভাইরাল হতেই শোরগোল শুরু হয়ে গিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বুদবুদের জনসভা থেকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “বিজেপির লড়াই ধর্মের বা কোন সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। বিজেপির লড়াই গুন্ডা, মাফিয়াদের বিরুদ্ধে। তৃণমূল এঁদো পুকুর। দেশের ৪৫ টা আসনে লড়ছে। ৫ আসনেও জিততে পারবে না। মুখ্যমন্ত্রীর ভাষা দেখুন। প্রধানমন্ত্রীকে কি ভাষায় আক্রমন করছেন। রামনবমীকে বলছেন দাঙ্গা দিবস। এই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে আলাদা দেশ করতে চান। বিজেপির লড়াই ধর্মের বা কোন সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। দেশের ১৮ টা রাজ্যে বিজেপি শাসিত। একটা কোন মুসলিম ভাই নেই, যাকে সেই রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। বিজেপির লড়াই গুন্ডা, মাফিয়াদের বিরুদ্ধে।” এদিন তিনি বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে বুদবুদের জনসভায় যোগ দেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments