eaibanglai
Homeএই বাংলায়বিশ্ব থ্যালাসেমিয়া ও রেডক্রস দিবস পালন ভারত স্কাউট অ্যান্ড গাইডসের

বিশ্ব থ্যালাসেমিয়া ও রেডক্রস দিবস পালন ভারত স্কাউট অ্যান্ড গাইডসের

সংবাদদাতা, আসানসোলঃ- পূর্ব রেল ভারত স্কাউটস অ্যান্ড গাইডস্ ও হাসপাতাল গ্রুপ আসানসোল ডিস্ট্রিক্ট রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী উদযাপন করে। একইসঙ্গে বুধবার বিশ্ব থ্যালাসেমিয়া দিবস এবং রেড ক্রস দিবস উপলক্ষে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছিলো। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি দেবব্রত সরকার পশ্চিম বর্ধমান জেলার ডিআরডিসির ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর (এম), দেবব্রত সরকার ও আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক ও থ্যালাসেমিয়া ইউনিটের ইনচার্জ ডাঃ সঞ্জিত চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন।

ভারত স্কাউট অ্যান্ড গাইডসের আসানসোল জেলা কমিশনার বিনোদ কুমার (এসআর. ডিইন-৪/ আসানসোল) এদিনের এই রক্তদান শিবির পরিদর্শন করেন ও উদ্যোক্তাদের শুভেচ্ছা জানান৷ এই শিবির থেকে আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক মোট ৩৮ ইউনিট রক্ত ​​সংগ্রহ করে। দেবব্রত সরকার ছিলেন রক্তদান শিবিরের প্রথম দাতা। গার্ডেন ও হাসপাতালের স্কাউট সদস্যরাও রক্তদান শিবিরে রক্ত ​​দান করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments