eaibanglai
Homeএই বাংলায়অক্ষয় তৃতীয়ার দিন এই জ্যোতিষ টোটকা আর্থিক সমস্যা মেটাবে

অক্ষয় তৃতীয়ার দিন এই জ্যোতিষ টোটকা আর্থিক সমস্যা মেটাবে

সঙ্গীতা চ্যাটার্জী, তারকেশ্বর:- অক্ষয় তৃতীয়া হিন্দু সনাতন ধর্মের একটি বিশেষ তিথি। এই দিন ধর্মীয় যা কিছু কাজ করা হয়, সেই সমস্ত কর্মের ফল অ-ক্ষয় অর্থাৎ ক্ষয়হীন হয়ে রয়ে যায়। তাই এইদিন কোনোরকম পাপ কার্য করা থেকে বিরত থাকুন আর ধর্ম কর্মে মন দিন। এই দিন দান,ধ্যান ও জপ করা অত্যন্ত শুভ।

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই দিন লক্ষী- নারায়ণের পুজো করলে তা অত্যন্ত শুভ ফলদায়ক। যাদের আর্থিক সমস্যা রয়েছে, তাদের এই দিন আর্থিক সমস্যা নিবারণের জন্য শ্রী সুক্তম বা কনকধারা স্তোত্র পাঠ করা উচিত। যদি এই সুক্তম জপ করতে না পারেন তবে ‘ওম মহালক্ষ্মী নমঃ’বা ‘ওম হ্রীম শ্রীম লক্ষী ভায়ো নমঃ ’মন্ত্রটি ১০৮ বার জপ করবেন।

জ্যোতিষ মতে,এই দিন যেহেতু শুক্রবার পরেছে,তাই মা লক্ষ্মীর পুজো অবশ্য‌ই করা উচিত, এছাড়া
এই দিন ৫টা কড়িকে হলুদ মাখিয়ে হলুদ রং করে মা লক্ষীর সামনে রাখবেন, পুজো হয়ে গেলে ঐ কড়িগুলোকে হলুদ কাপড়ে বেঁধে টাকা পয়সা যেখানে রাখেন সেখানে রেখে দিন-এতে আর্থিক সমস্যার সমাধান হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments