সংবাদদাতা, দুর্গাপুরে:- প্রতিবছরের মত এ বছরেও দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় ডিএভি মডেল স্কুল, দুর্গাপুর তার শ্রেষ্ঠত্বের ঐতিহ্য বজায় রাখলো।
দ্বাদশ শ্রেণির রিয়া জৈন ৯৭ শতাংশ নম্বর পেয়ে স্কুলে শীর্ষ স্থান অধিকার করেছে। নিখিল বাজাজ, নয়নিকা মুখার্জী ও সানিয়া মন্ডল ৯৬.৮ শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় এবং অপূর্ব শরাফ ও সৌম্যজিৎ পান ৯৬.৬ শতাংশ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। স্কুলে দ্বাদশ শ্রেণির পাশের গড় ৭৭.৯৯ শতাংশ। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৬৫ জন। ১০৩ জন শিক্ষার্থী ৯০ শতাংশ ও তার অধিক নম্বর পেয়েছে। ৩১ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ১০০ শতাংশ নম্বর পেয়েছে। কেমিস্ট্রিতে ২, বায়োলজিতে ১, অ্যাকাউনটেন্সিতে ৩, বিজনেস স্টাডিজ বিভাগে ২, ফিজিক্যাল এডুকেশনে ৩, পেন্টিং এ ১৯, হেল্থ কেয়ারে ১ জন শিক্ষার্থী ১০০ শতাংশ নম্বর পেয়ে স্কুলের মুখ উজ্জ্বল করেছে।
SSE অর্থাৎ দশম শ্রেণীর পরীক্ষায় স্কুলের গড় হল ৮১.৯১ শতাংশ। স্কুলে মোট পরীক্ষার্থী ছিল ৩৯১ জন। ৯৮.৮ শতাংশ নম্বর পেয়ে স্কুলে প্রথম স্থান অধিকার করেছে উমঙ্গ ভুত। তন্বী কানোডিয়া ৯৮.৪ শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান ও জুনেদ মোল্লা ৯৮ শতাংশ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে। ৮৬ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ১০০ শতাংশ নম্বর পেয়েছে। ১৪২ জন শিক্ষার্থী ৯০ শতাংশ ও তার অধিক নম্বর পেয়েছে । সংস্কৃতে ৫২, গণিতে ১০, বিজ্ঞানে ২, সামাজিক বিজ্ঞানে ১ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ২১ জন শিক্ষার্থী ১০০ শতাংশ নম্বর পেয়েছে।
বিদ্যালয়ের এই সাফল্যে যথারীতি খুশি বিদ্যালয়ের অধ্যক্ষা এবং ডিএভি পশ্চিমবঙ্গ শাখার আঞ্চলিক অধিকর্তা পাপিয়া মুখার্জি। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন যে শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে সফল হয়েছে। তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক, অশিক্ষক কর্মী এবং অভিভাবকদেরও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই স্কুলে আজ সাফল্য এসেছে। তিনি আশা করেন আগামীতেও স্কুল এভাবেই সকলের সম্মিলিত প্রচেষ্টায় তার সাফল্য বজায় রাখবে।