eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়ায় শুরু প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভোটদান পর্ব

বাঁকুড়ায় শুরু প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভোটদান পর্ব

সৌমিলি মন্ডল, বাঁকুড়া:- আগামী ২৫ শে মে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ভোটপর্ব। সেই উপলক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশে ১৭ ই মে রাইপুর ব্লক প্রশাসনের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় থেকে কুড়িটি দল ব্লক এলাকার দশটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাদের ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করেন। তাদের সঙ্গে আছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

প্রসঙ্গত রাইপুর ব্লকে ১১২৩ জন প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটার আছেন যাদের ভোট মূল ভোট পর্বের আগেই বাড়িতে গিয়ে গ্রহণ করা হচ্ছে। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা।

তারা বলেন – এই তীব্র গরমে ভোট গ্রহণ কেন্দ্রে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দেওয়া তাদের পক্ষে অসম্ভব। ফলে অধিকাংশ সময় তাদের ভোট দেওয়া হতো না। এখন নির্বাচন কমিশন আমাদের গুরুত্ব দেওয়ায় আমরা খুব খুশি।

রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক হীরক বিশ্বাস বলেন- নির্বাচন কমিশনের নির্দেশে বয়স্ক ও বিশেষভাবে সক্ষম ভোটারদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করা হচ্ছে এবং আগামী চারদিন ধরে এই ভোট গ্রহণ পর্ব চলবে। এজন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ভোটারের কাছে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments