eaibanglai
Homeএই বাংলায়তৃনমুলের বাড়ছে চিন্তা,পুরনিগমের ওয়ার্ডে এগিয়ে পদ্ম

তৃনমুলের বাড়ছে চিন্তা,পুরনিগমের ওয়ার্ডে এগিয়ে পদ্ম

সংবাদদাতা, আসানসোলঃ- দলের প্রার্থী হিসাবে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে জিতেছেন তৃনমুল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা। কিন্তু ভোট পাওয়ার হিসাবে মোটেই স্বস্তিতে নেই শাসক দল। বিশেষ করে শাসক দলের চিন্তা বাড়িয়েছে আসানসোল পুরনিগম এলাকা থেকে পাওয়া ভোট। কার্যত, পুরবাসী হিসাবে শহরের ভোটাররা এবারের লোকসভা নির্বাচনে শাসক দল থেকে মুখ ফিরিয়েছেন। তারা বেশ ভালো মতোই ঝুঁকেছেন এবারের পদ্ম প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার দিকে।

তৃনমুল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পরে ২০১৫ সালে বৃহত্তর বা ১০৬ টি ওয়ার্ড নিয়ে ( কুলটি, জামুড়িয়া ও রানিগঞ্জ) রাজ্যের দ্বিতীয় বড় ( কলকাতার পরে) আসানসোল পুরনিগম তৈরি হয়। তার আগে বাম জমানায় ৫০ টি ওয়ার্ড নিয়ে ( আসানসোল শহর ও বার্ণপুর শহর) পুরনো আসানসোল পুরনিগম ছিলো। পরে ৫০ টি ওয়ার্ডের সঙ্গে আরো ৪ টি নতুন ওয়ার্ড যোগ হয়ে ৫৪ টি হয়। এই পুর এলাকা বর্তমানে আসানসোল উত্তর ও আসানসোল দক্ষিণ বিধান সভার মধ্যে পড়ে।

এবারের লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পরে দেখা যাচ্ছে, এই আসানসোল পুরনিগম এলাকায় যে ৫৪ টি ওয়ার্ড আছে তার মধ্যে মাত্র ১৫ টি ওয়ার্ডে তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছেন। বাকি ৩৯ টি ওয়ার্ডে বিজেপি প্রার্থী লিড পেয়েছেন। এই ৩৯ টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর হিসাবে রয়েছেন পুরনিগমের চেয়ারম্যান, একটি বিধানসভার দুটি ব্লকের দুটি ব্লকের দুই সভাপতি, একাধিক মেয়র পারিষদ ,বোরো চেয়ারম্যান। তারা কেউ দলের প্রার্থীকে লিড দেওয়াতে পারেননি। ভোটের অংকে তাদের পরাজয় হয়েছে। এই ৫৪ টি ওয়ার্ডের মধ্যে আসানসোল উত্তর বিধানসভাতে আছে ৩২ টি ওয়ার্ড। এই উত্তর বিধানসভা থেকে জিতে (২০২১ সালে) বিধায়ক হয়ে রাজ্যের শ্রম ও আইন দপ্তরের মন্ত্রী হয়েছেন মলয় ঘটক। আসানসোল উত্তর বিধানসভার ৩২ টি ওয়ার্ডের মধ্যে ২১ টিতে পিছিয়ে রয়েছে তৃণমূল। যেখানে ২০২২ সালের উপনির্বাচনে, টিএমসি মাত্র ১৫ টি ওয়ার্ডে পিছিয়ে ছিল। এই বিধানসভাটি দলের নিরিখে দুটি ব্লকে বিভক্ত। ব্লক ১ ও ব্লক ২। যার মধ্যে ব্লক ১ এ প্রায় ১৫ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন শত্রুঘ্ন সিনহা।

অন্যদিকে, ব্লক ২ তে ১৯ হাজার ভোটের লিড পেয়েছেন তিনি। ব্লক ২ র এই লিডের জেরেই রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক ও দলের সম্মান কোনমতে বেঁচেছে। ফলে উত্তর আসানসোল উত্তর বিধান সভা থেকে তৃণমূল ৪ হাজারের কিছু বেশি ভোটে এগিয়ে আছে। তৃণমূল সূত্রে খবর, আসানসোল উত্তর বিধানসভায় তৃণমূলের সবচেয়ে বড় ধাক্কা ৪১ নম্বর ওয়ার্ডে। এখান থেকে ৩৪০০ ভোটে পিছিয়ে তৃনমুল। ব্লক ২ র সভাপতি তথা আসানসোল পুরনিগমের বোরো চেয়ারম্যান অনিমেষ দাস বলেন, আমার ওয়ার্ডে প্রায় সাড়ে ন’শো ভোটে পিছিয়ে দলের প্রার্থী। তার দাবি, গরীব মানুষেরা আমাদেরকে প্রচুর ভোট দিয়েছেন। আসানসোল শহরের আসানসোল গ্রামের ওয়ার্ডে ১৪৪৩ ভোটে পিছিয়ে রয়েছে তৃনমুল। আসানসোলের পুরনিগমের চেয়ারম্যান তথা এবারের নির্বাচনে তৃণমূল প্রার্থীর নির্বাচনী এজেন্ট অমর চট্টোপাধ্যায় নিজের ওয়ার্ড প্রায় ৯০০ ভোটে পিছিয়ে। তিনি বলেন, আগের বারের ভোটে যতটা পিছিয়ে ছিলাম তার থেকে এবারে তার অনেকটাই কমাতে পেরেছি। আসানসোল শহরের ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ব্লক ১ সভাপতি তথা মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় ১৯৬৪ ভোটে পিছিয়ে।

এর মধ্যে, ব্যতিক্রম হল আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক। তিনি তার নিজের ওয়ার্ডে জয় ধরে রাখতে পেরেছেন। আসানসোলের রেলপাড এলাকার সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ডগুলির থেকে ১৯ হাজার লিড পেয়েছে তৃণমূল ব্লক ১ এ থাকা ৪৩ নং ওয়ার্ড থেকে ৩৮৭, ৪৭ নং থেকে ৩৭৫, ৪৯ নং থেকে ১৮৬, ৫০ নং থেকে ১৪০০ ও ৫৫ নং ওয়ার্ডে ৪৫০ ভোটের লিড শাসক দলের। যেখানে ব্লক ২ তে থাকা (২৩ নং ওয়ার্ড থেকে ২৮০৭, ২৪ নং থেকে ৬১০৪, ২৫ নং থেকে ৯০০৫, ২৬ নং থেকে ৬৭০৯ ও ২৮ নং ওয়ার্ড থেকে ৪৬৯৪) পাঁচটি ওয়ার্ডে লিড প্রায় ২৯ হাজারের মতো।

অন্যদিকে, এবারের লোকসভা নির্বাচনে বিজেপি আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে প্রায় ১২ হাজারের বেশি ভোটের লিড পেয়েছে। প্রধানতঃ বার্নপুর শহর ও আসানসোল শহরের একাংশ এই বিধানসভায় রয়েছে। এমনকি এই বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের অনুপস্থিতিতেও এখানে ভালো ফল করতে পেরেছে বিজেপি। এই বিধানসভার ২২টি ওয়ার্ডের মধ্যে মাত্র ৪ টিতে লিড পেয়েছে তৃনমুল কংগ্রেস। এই চারটি ওয়ার্ড হলো ৮২, ৮৩, ৯৬ ও ৯৮ নং। এর মধ্যে ৯৬ নং ওয়ার্ডের কাউন্সিলর হলেন আসানসোল দক্ষিণ টাউন ব্লক সভাপতি অনুপ মাজি। বাকি ১৮ টি ওয়ার্ডেই জিতেছেন বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। এই বিধানসভা থাকায় মেয়র পারিষদ মানস দাস ও দুই বোরো চেয়ারম্যান ডাঃ দেবাশীষ সরকার ও শিবানন্দ বাউরি তাদের নিজেদের ওয়ার্ড থেকে তৃণমূলের প্রার্থীকে জেতাতে পারেননি। আসানসোল পুরনিগমের ৭৭ নং ওয়ার্ড ( কাউন্সিলর গুরমিত সিং) থেকে সবচেয়ে বেশি ভোট ৪০৪৭ ভোটে লিড পেয়েছেন পদ্ম প্রার্থী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments