eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে লোকসভা ভোটে তৃণমুলের অন্দরে কি অন্তর্ঘাত হয়েছে ?

দুর্গাপুরে লোকসভা ভোটে তৃণমুলের অন্দরে কি অন্তর্ঘাত হয়েছে ?

সংবাদদাতা, দুর্গাপুর:- শুক্রবার দূর্গাপুরে এক সাংবাদিক সম্মেলনে সদ্য নির্বাচন যুদ্ধে জয়ী তৃনমুল কংগ্রেসের সাংসদ কীর্তি। সম্প্রসারণ এবং আধুনিকীকরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, উদ্যোগ ভালো। কিন্তু কোন পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ করতে হলে সুপ্রীম কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হবে কারন। এ নিয়ে সর্বোচ্চ আদালত কিন্তু বহু রায় দিয়েছে। উচ্ছেদ নিয়ে কোন তাড়াহুড়ো চলবে না। পুনর্বাসনের বিকল্প ব্যবস্থা করার পরেই এটা করতে হবে। কার্যত আসন্ন পুরনিগম ভোটের আগে কারখানার জমিতে বসে থাকা বস্তিগুলির বাসিন্দাদের কাছে প্রথম বার্তা দিলেন কোন ভাবেই উচ্ছেদ করতে দেওয়া হবে না,পুনর্বাসন ছাড়া।

দুর্গাপুর শিল্পাঞ্চলে তৃণমুলের অন্দরে কি অন্তর্ঘাত হয়েছে, যার জন্য এই ফল। এই প্রশ্নের উত্তরে সাংসদ কীর্তি আজাদ তৃণমুল নেতা ও কর্মীদের পাশে দাঁড়িয়ে বলেন, নেতা কর্মীদের দোষ দেবোনা। গতবারে ৭৬ হাজার ভোটে পিছিয়ে ছিল তৃণমুল। এবার ৬৮ হাজার ভোট ফিরিয়ে আনা হয়েছে । কর্মীরা পরিশ্রম করেছেন তাই সম্ভব হয়েছে। আর সব বুথে জয় পাওয়া যাবে এটা ভুল ধারনা।

রাজ্যের মাননীয় মন্ত্রীকে পাশে বসিয়ে নবনির্বাচিত সাংসদ কীর্তি আজাদ যতই লুকানোর চেষ্টা করুন না কেন তৃণমূলের ভেতরে অন্তর্ঘাত যে হয়েছে, আর দল যে তা নিয়ে বেশ অসন্তুষ্ট তা শিল্পাঞ্চলে কান পাতলেই শোনা যায়। এখন দেখার রাজ্য ও জেলা নেতৃত্ব সেইসব তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে কি কড়া পদক্ষেপ নেন।

এদিনের সাংবাদিক সম্মেলনে কীর্তি আজাদের সঙ্গে থাকা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ফল নিয়ে দলের অন্দরে চর্চা হচ্ছে। কেন কম ভোট পেলো দল , কোন এলাকায় কেন মানুষ আমাদেরকে ভোট দিলেন না তা বিশ্লেষণ করা হচ্ছে। পঞ্চায়েত মন্ত্রী বলেন, প্রত্যেকটি ভোটের ধরন আলাদা। তাই সে ভাবেই দেখা হবে লোকসভা নির্বাচনের ফলকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments