eaibanglai
Homeএই বাংলায়স্বপ্নাদেশ দিয়ে কান্দির রাধাবল্লভ গৌরাঙ্গ সিংহের কাছে এসেছিলেন

স্বপ্নাদেশ দিয়ে কান্দির রাধাবল্লভ গৌরাঙ্গ সিংহের কাছে এসেছিলেন

সঙ্গীতা চৌধুরী, বহরমপুর:–মুর্শিদাবাদ জেলার কান্দির অন্যতম আকর্ষণীয় স্থান হচ্ছে,কান্দি রাজবংশের কুলদেবতা রাধাবল্লভের মন্দির। কান্দি রাজবাড়ির কাছেই রয়েছে এই মন্দির, মুর্শিদাবাদ থেকে শুরু করে গোটা রাজ্যের মধ্যেই এত বড় মন্দির খুব কম দেখা যায়। এই মন্দিরে অনেকগুলি মহল রয়েছে,তার মধ্যে একটি মহলের দোতলা বাড়ির একতলার ঘরে রাধাবল্লভ ও রাধিকা মূর্তি রয়েছেন একটি রূপোর সিংহাসনে,রাধাবল্লভ ও রাধারাণীর সেই বিগ্রহ দেখলেই চোখ জুড়িয়ে যায়। কথিত আছে,স্বপ্নাদেশ দিয়ে রাধাবল্লভ গৌরাঙ্গ সিংহের কাছে এসেছিলেন।

কান্দীর রাজবংশাবলী থেকে এই মন্দিরের প্রতিষ্ঠা সম্পর্কে যতটুকু জানতে পারা যায়,তা হলো, হরে কৃষ্ণ সিংয়ের মধ্যমপুত্র ছিলেন গৌরাঙ্গ সিংহ। ১৬৯৯ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন,এই গৌরাঙ্গ সিংহ‌ই কান্দির বর্তমান বিখ্যাত শ্রী শ্রী রাধা বল্লভ মূর্তির প্রতিষ্ঠাতা। কান্দির রাজবংশাবলী থেকে পাওয়া যায় যে, স্বপ্নাদেশ দিয়ে রাধাবল্লভ গৌরাঙ্গ সিংহের কাছে এসেছিলেন। কান্দীর রাধাবল্লভ জি আগে এক ব্রাহ্মণের বাড়িতে পূজিত হতেন, একবার রাত্রে রাধাবল্লভ সেই ব্রাহ্মণকে স্বপ্নে আদেশ প্রদান করেন যে, তুমি সকাল হ‌লেই আমাকে কান্দীর গৌরাঙ্গ সিংহের বাড়িতে রেখে আসবে। শোনা যায় যে, সেই রাত্রে রাধাবল্লভ জি আবার গৌরাঙ্গ সিংহকেও ঘুমের মধ্যে স্বপ্নে নির্দেশ দেন যে, ব্রাহ্মণের কাছ থেকে সেই দেব মূর্তি গ্রহণ করে প্রতিষ্ঠা করতে। অতঃপর ব্রাহ্মণ যথাসময়ে সেই শিলাময় মনোহর রাধাবল্লভ মূর্তি সহ কান্দির গৌরাঙ্গ সিংহের কাছে উপস্থিত হলে গৌরাঙ্গ সিংহ অত্যন্ত সমাদর করে অতিথি সৎকার করেন ও ভক্তির সাথে সেই দেব মূর্তি গ্রহণ করে নিজের বাড়িতে রাখেন। কথিত আছে যে,রাধা বল্লভ মূর্তির মধ্যে থাকা দেবী রাধারাণীর মূর্তিটি পরে তৈরি হয়ে প্রতিষ্ঠিত হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments