সংবাদদাতা,আসানসোলঃ- মাওবাদী সংযোগের অভিযোগ আসানসোলের শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা এক সংগঠনের নেত্রীর বাড়িতে যৌথ অভিযান চালাল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ ও রাজ্য পুলিশের টাস্ক ফোর্স এসটিএফ। ঘটনাস্থলে উপস্থিত ছিল কুলটি থানার পুলিশ। এদিন ভোর ছটা থেকে প্রায় ৪ ঘণ্টা ধরে চলে তল্লাশি অভিযান। যদিও এই অভিযানে কাউকে গ্রেফতার করা হয়নি।
শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে কাজ করা ‘অধিকার’ নামে সংগঠনের নেত্রী সুদীপ্তা পাল কুলটি থানার ডিসেরগড়ে একটি ভাড়া বাড়িতে থাকেন। এদিন ভোরে হঠাৎ করেই তাঁর ওই বাড়িতে হানা দেয় এনআইএ ও এসটিএফ টিম ও কুলটি থানার পুলিশ। অভিযান শেষে সুদীপ্তা দেবী জানান তদন্তকারীরা তাঁকে জানিয়েছেন ২০২২ এর রাঁচি মাওবাদি মামলায় তাঁর বাড়ি তল্লাশি চালানো হয়েছে, মাওবাদী সংযোগের অভিযোগে। তিনি দাবি করেন সম্পূর্ণ মিথ্যে অভিযোগ হেনস্থা করা হচ্ছে তাঁকে। ওই মামলা সংক্রান্ত কাউকে তিনি চেনেন না, জানেন না বা কাউকে কোনোদিন দেখেন নি। পাশাপাশি তিনি জানান তাঁর দুটি অত্যন্ত কাজের জিনিস মোবাইল ও কম্পিউটারের হার্ডডিক্স সহ একাধিক সামগ্রী বাজেয়াপ্ত করেছে এনআইএ আধিকারিকরা। এদিকে মোবাইল ও কম্পিউটারে শ্রমিকদের মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকায়, সামনের হেয়ারিং নিয়ে তিনি কোনো কাজ করতে পারবেন না বলেও এদিন দাবি করেন সুদীপ্তা দেবী।
অন্যদিকে সুদীপ্তা পাল ডিসেরগড়ের যে বাড়িতে ভাড়া থাকেন, সেই বাড়িওয়ালা জানিয়েছেন সুদীপ্তাদেবী গত প্রায় তিনবছর ধরে তাঁদের বাড়িতে ভাড়া রয়েছেন। তিনি ঠিকা শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করেন এবং এলাকায় মানবধিকার কর্মী হিসেব পরিচিত তিনি।
প্রসঙ্গত, এদিন মাওবাদী যোগ সন্দেহে আসানসোল কলকাতা সহ রাজ্যের ১০ থেকে ১২টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে এনআইএ ও এসটিএফ।