সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সোমবার বিকেলে শুরু হলো দ্বিতীয় বর্ষের আসানসোল ” পুজোর কার্নিভাল ২০২৪ “। এই বছর বার্নপুর রোডে পুজোর কার্নিভালের আয়োজন করা হয়েছে।
শঙ্খ, শ্রী খোল, ঢাক বাজিয়ে, আদিবাসী নৃত্য, ছৌ নৃত্য ইত্যাতি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুজো কার্নিভালের সূচনা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে শুরু হয় কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা। যাতে আসানসোল শহর সহ শিল্পাঞ্চলের প্রায় ১৫ টি পুজো কমিটি অংশগ্রহন করবে। শোভাযাত্রা শুরু হবে চিত্রা মোড় থেকে। তা বার্নপুর রোড হয়ে শেষ হবে ভগৎ সিং মোড়ে।
এদিনের অনুষ্ঠানের মূল মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের মেন্টর বা পরামর্শদাতা ভি শিবদাসন তরফে দাসু, জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি, আসানসোল রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ স্বামী সৌমাত্বানন্দজী, বিধায়ক হরেরাম সিং, পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ রকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।