এই বাংলায় ওয়েব ডেস্কঃ– এই বছর আগামী ২৯ অক্টোবর ধনতেরাস উৎসব উদযাপিত হবে। এই দিনে বুধ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। বুধের এই পরিবর্তনটি তিনটি রাশিকে সমৃদ্ধ করবে। জেনে নিন সেই তিনটি সৌভাগ্যবান রাশি কোন কোনটি।
কুম্ভ রাশি
কর্ম গৃহে বুধ পরিবর্তনের সুফল পাবেন এই রাশির জাতক জাতিকারা এবং ব্যবসায় লাভ হবে। যারা কাজ করছেন তাদের জন্য এই সময়টা বরের চেয়ে কম হবে না। তাদের ইচ্ছামতো কাজ হবে। সিনিয়রদের কাছ থেকে সমর্থন পাবেন। এমনকি আপনি পদোন্নতি ও বেতন সুবিধাও পেতে পারেন।
বৃশ্চিক রাশি
আরোহীতে বুধের পরিবর্তন কাজের ধরন উন্নত করবে এবং এই রাশির জাতক জাতিকারা প্রশংসিত হবেন। পরিবারের গুরুজন এবং অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমর্থন পাবেন এবং সাফল্য পাবেন। দাম্পত্য জীবনে মধুরতা থাকবে এবং এই জাতকের স্ত্রীদেরও উন্নতি হবে।
তুলা রাশি
বক্তৃতা এবং অর্থের জায়গায় বুধের পরিবর্তন এই রাশির জাতক জাতিকাকে আকস্মিক আর্থিক লাভ দিতে চলেছে। এই জাতক জাতিকাদের কথায় মুগ্ধ হবেন লোকেরা এবং একটি নতুন গাড়ি কেনার সম্ভাবনা থাকবে। ব্যবসায় উপার্জনের পাশাপাশি আটকে থাকা টাকাও পাবেন।