নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বিশ্ব বাংলার লোগো লাগানো ত্রিপলের দেখা মিলল দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো অফিসের এক কর্মীর মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে। যা কিনা পৌঁছে যাওয়ার কথা ছিল দুর্গত অসহায় মানুষের কাছে। ঘটনায় শুরু হয়েছে বিতর্ক। সুর চড়িয়েছে বিরোধীরা। অন্যদিকে তদন্তের আশ্বাস দিয়েছে দুর্গাপুর নগর নিগম।
প্রসঙ্গত সম্প্রতি শাসক দল নিয়ন্ত্রিত দুর্গাপুর নগর নিগমের চার নম্বর বোরো অফিসের এক কর্মী শুভ দত্তর মা মারা যান। দুর্গাপুরের সিটিসেন্টারে মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেছিলেন ওই কর্মী। যেখানে বিশ্ব বাংলার লোগো লাগানো ত্রিপল দিয়ে শ্রাদ্ধানুষ্ঠানের প্যান্ডেল তৈরি করা হয়েছিল। যা নিয়ে শুরু হয় বিতর্ক। এই বিষয়ে প্রশ্ন করা হলে অভিযুক্ত পুরকর্মী শুভ দত্ত ডেকরেটরের ওপর দায় চাপান। যদিও ওই ডেকোরেটরের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় ওই ত্রিপল তাদের নয়। শুভ বাবুই ওই ত্রিপল তাদের দিয়েছিলেন অনুষ্ঠানের প্যান্ডেল তৈরির জন্য।
এদিকে এই ঘটনা সামনে আসতেই একযোগে সরব হয়েছে বিরোধী বিজেপি ও কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি রেশন থেকে আবাস যোজনা, সব ক্ষেত্রেই দুর্নীতির সঙ্গে যুক্ত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই ঘটনা সেই অভিযোগ আরও একবার প্রমান করল।
অন্যদিকে বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলির ভাইস চেয়ারপার্সন অমিতাভ বন্দ্যোপাধ্যায় ও নগর নিগমের কমিশনার। পাশাপাশি তদন্তের দাবি জানিয়েছে তৃণমূল জেলা নেতৃত্বও। যদিও বিরোধীদের দাবি ঘটনার তদন্ত তো হবে না, বরং তদন্ত তদন্ত খেলা হবে।