সঙ্গীতা কর, বাগনান, হাওড়া-: একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে কলকাতার বিশিষ্ট সাহিত্য সংগঠন ‘স্বজন’ এর উদ্যোগে ৫ ই নভেম্বর হাওড়ার বাগনানের বাঙ্গালপুর মহিলা বিকাশ কেন্দ্রে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ১৫৫ তম জন্মদিবস পালন করা হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দেশবন্ধুর নাতি অধ্যাপক প্রসাদ রঞ্জন দাশ এবং সভাপতিত্ব করেন প্রসূন কুমার মিত্র। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি বরুণ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী অমিতাভ দত্ত, গোপাল ঘোষ সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা চিত্তরঞ্জন দাশের প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। যথাযোগ্য মর্যাদা সহকারে উপস্থিত অতিথিদের বরণ করেন মহিলা ক্রিকেটার অনিন্দিতা চ্যাটার্জী, শিক্ষিকা প্রিয়াঙ্কা শাসমল, শঙ্করী অধিকারী প্রমুখ।
জন্মদিবস উপলক্ষ্যে একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কবিতা পাঠ, সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। প্রসাদ বাবুর মূল্যবান বক্তব্য থেকে দেশবন্ধু সম্পর্কে অনেক অজানা তথ্য উঠে আসে।
অনুষ্ঠানে উদ্যোক্তাদের পক্ষ থেকে ‘সমাজবন্ধু’ সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট কবি ডা: সিরাজুল ইসলাম ঢালি, শিক্ষক ও কবি মধুসূদন বাগ, কবি বিউটি দাশ, কবি উত্তম কুমার তরফদার, কবি ও শিক্ষক শান্তনু করাতিকে। তাদের সম্মাননা প্রদান করেন প্রসূন কুমার মিত্র, বিভাষ সামন্ত, হেমন্ত রায়, সৈয়দ আজিজুর রহমান।
এছাড়াও কৃষিজীবী এলাকার লক্ষ্মী পুজোর আয়োজনকারী ক্লাবগুলিকে বিশেষ সম্মাননা প্রদান করেন প্রাসাদ রঞ্জন দাশ, বরুন চক্রবর্তী, গোপাল ঘোষ, গনেশ সামন্ত, নবাব মল্লিক। কমিটির পক্ষ থেকে তাদের হাতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ছবি ও চারা গাছ তুলে দেওয়া হয়।
সংস্থার সম্পাদক চন্দ্রনাথ বসু এই এলাকায় আরও বেশি করে লক্ষ্মী পুজো করার আবেদন জানান।