নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর শিল্প নগরীর মুকুটে যোগ হতে চলেছে নতুন পালক । শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের গান্ধীমোড় থেকে ফিলিপ্স কার্বন কারখানার রোটারি পর্যন্ত নতুন চার লেনের রাস্তা তৈরি হতে চলেছে শহরে। চার লেনের এই রাস্তায় থাকবে হাঁটার পথ । রাস্তায় ধারে পথবাতির পাশাপাশি থাকবে জায়গায় জায়গায় কিয়স্ক ও দূষণ নিয়ন্ত্রণের জন্য থাকবে গাছ গাছালি ঘেরা এরাধিক বাগান। শুক্রবার সিটিসেন্টারে এই প্রকল্পের প্রথম ধাপের শিলান্যাস করলেন রাজ্যের কৃষি ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন এডিডিএ’এর চেয়ারম্যান কবি দত্ত, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, এডিডিএ’এর সিইও রাজু মিশ্রা, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সুভাষ মণ্ডল প্রমুখ।
এডিডিএ’এর উদ্যোগে তৈরি হবে এই চার লেনের রাস্তা। পুরো প্রকল্পটির জন্য খরচ হবে আনুমানিক ৭০ কোটি টাকা। যদিও সম্পূর্ণ প্রকল্পটি কয়েকটি ফেজ বা ধাপে বিভক্ত করা হয়েছে। প্রথম ফেজে কাজ হবে সিটিসেন্টারের গান্ধী মোড় থেকে এমএএমসির শিব মন্দির পর্যন্ত। যার জন্য খরচ পড়বে প্রায় ২০ কোটি টাকা।
আগামী দিনে এই রাস্তা দুর্গাপুরের লাইফ লাইন হিসেবে পরিচিতি পাবে বলে এদিন দাবি করেন এডিডিএ’এর চেয়ারম্যান কবি দত্ত। পাশাপাশি প্রথম ধাপের কাজটি আগামী ছয় সাত মাসের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এডিডিএর এই প্রকল্প নিয়ে এদিন মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “এই রাস্তার কাজ শেষ হলে, দুর্ঘটনা কমবে ও সাধারণ মানুষ উপকৃত হবেন।” এডিডিএর চেয়ারম্যন কবি দত্ত বলেন, “এটি একটি ল্যান্ড মার্ক প্রজেক্ট। শিল্পাঞ্চলের ওপর থেকে যানবাহনের চাপ কমাতে ও শহরাঞ্চলের মানুষদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ ওই রাস্তাটি ফোর-লেন হওয়ার খুব প্রয়োজন ছিল।”