নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– সোমবার দুর্গাপুরের সিটিসেন্টারে একটি বেসরকারি হোটেলে হয়ে গেল খনিতে বিস্ফোরণ সংক্রান্ত সুরক্ষা বিষয়ক একটি কর্মশালা। কর্মশালাটির আয়োজন করেছিল দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড(ডিপিএল) ও ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (ডব্লিউবিপিডিসিএল)। এদিনের কর্মশালায় খনিতে সুরক্ষিত ভাবে বিস্ফোরণ ঘটানো এবং সুরক্ষিত ভাবে বিস্ফোর মজুত রাখা, পরিবহন করা ও হ্যান্ডলিং করার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। কর্মশালায় মাইন বিস্ফোরক পরিচালনাকারী কর্মচারী, মাইন সেফটি ডিরেক্টরেট জেনারেল এবং বারুদ প্রস্তুতকারী কোম্পানির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিছিলেন ডিপিএল,ডব্লিউবিপিডিসিএল, ডিএমএস এর পদাধিকারীরা।
মাইন সেফটি অধিদপ্তরের ডাইরেক্টর ইরফান আহমেদ আনসারি জানান, যারা খনিতে বিস্ফোরণ পরিচালনা, পরিবহন, মজুত করে, তাদের নিরাপত্তার বিষয়গুলি নিয়ে পরামর্শ দেওয়া হয় এদিনের কর্মশালায়। যাতে বিস্ফোরণের জেরে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়। তিনি আশা প্রকাশ করেন এ ধরনের কর্মশালার মাধ্যমে খনিতে বিস্ফোরণের সময় দুর্ঘটনা রোধ করা যাবে।
প্রসঙ্গত গত অক্টোবর মাসেই বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার ভাদুলিয়া গ্রামে একটি কয়লা খনিতে বিস্ফোরণের জেরে দুর্ঘটনায় অন্তত ৬ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত হন বেশ কেয়ক জন।