নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের বিশিষ্ট সঙ্গীত-সাহিত্যানুরাগী এবং সাংস্কৃতিক সংগঠক প্রয়াত ডঃ বিমলকান্তি রায়ের স্মরণানুষ্ঠান পালিত হল ২৪ নভেম্বর সন্ধ্যায়, সুর পরিষদ মিউজিক্যাল একাডেমি ও প্রয়াত ডঃ রায়ের পরিবারের উদ্যোগে। তাঁর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনার্থে সঙ্গীত পরিবেশন করেন- আনন্দিতা রায়, বিশ্বায়ন রায়, পর্ণা মুখোপাধ্যায়, কস্তুরী দত্ত, মানসী মুখোপাধ্যায় ও মন্দিরা বন্দ্যোপাধ্যায়। আবৃত্তি পরিবেশন করেন-প্রিয়ব্রত মুখোপাধ্যায় ও অঞ্জনা দীক্ষিত। যন্ত্রানুষঙ্গ সহযোগিতায় ছিলেন- সমীর রায়, বিথীন রায় ও বিশ্বায়ন রায়। স্মৃতিচারণ করেন- পরিমল মুখোপাধ্যায় ও সমীর রায়। বিশিষ্ট সঙ্গীতাচার্য্য বিমল মিত্র, সাহিত্যিক সৌম্যশঙ্কর বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রয়াত ডঃ বিমলকান্তি রায়ের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান
RELATED ARTICLES