eaibanglai
Homeএই বাংলায়এনআইটি দুর্গাপুরে পালিত হল সংবিধান দিবস

এনআইটি দুর্গাপুরে পালিত হল সংবিধান দিবস

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আজ ২৬ নভেম্বর। দেশ জুড়ে স্বমহিমায় পালিত হচ্ছে সংবিধান দিবস। সংবিধানের ইতিহাসের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় ২৬ নভেম্বর ১৯৪৯ তারিখের কথা। এই দিনেই গৃহীত হয়েছিল সংবিধান। এই দিনেই সংবিধান জাতির জন্য এটি উৎসর্গ করা হয়েছিল। পরে এটি বাস্তবায়িত করা হয়েছিল ১৯৫০ সালের ২৬ জানুয়ারি । যেহেতু ১৯৪৯ সালের ২৬ নভেম্বর এটি গৃহীত হয়, তাই ওই দিনটিকে সংবিধান দিবস হিসেবে পালন করা হয় এবং ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সংবিধান কার্যকর হওয়ায় এই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য এই বছরটি বিশেষ তাৎপর্য বহন করে কারণ এটি সংবিধান গ্রহণের ৭৫ তম বর্ষ।

সারা দেশেরে বিভিন্ন সংগঠনের পাশাপাশি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুরও পালন করল সংবিধান দিবস। এই উপলক্ষ্যে এনআইটি দুর্গাপুরে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের। অনুষ্ঠানের প্রথমেই ইনস্টিটিউটের জনসংযোগ আধিকারিক ডক্টর শ্রী কৃষাণ রাই তাঁর বক্তব্যে এই দিনের তাৎপর্যের বিষয়টি সকলের সামনে তুলে ধরেন এবং সংবিধান দিবস পালন করার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এরপর ইনস্টিটিউটের ডিন, ফ্যাকাল্টি সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণে ও প্রফেসর শিবেন্দু শেখর রায়, রেজিস্ট্রার (আই/সি) এর নেতৃত্বে প্রস্তাবনা পাঠ করা হয়। ইনস্টিটিউটের ছাত্র ছাত্রীরাও প্রস্তাবনা পাঠে অংশ নিয়েছিল। পাশাপাশি ইনস্টিটিউটের ন্যাশনাল সার্ভিস স্কিম (এনএসএস) এর স্বেচ্ছাসেবকদের উদ্যোগে সংবিধান দিবস উদযাপন উপলক্ষ্য়ে কুইজ, রচনা লেখা সহ অন্যান্য বেশ কিছু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

সব মিলিয়ে এনআইটি দুর্গাপুরে সংবিধান দিবস পালন একদিকে যেমন সংবিধানের গুরুত্বকে শক্তিশালী করে তোলে অন্যদিকে তেমনি এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে একতা ও দেশের সংবিধান নিয়ে সচেতনতার বোধও জাগিয়ে তোলে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments