সংবাদদাতা,বাঁকুড়াঃ– এক ব্যতিক্রমী বিয়ের অনুষ্ঠানের সাক্ষী থাকলো বাঁকুড়ার গঙ্গাজলঘাটি। আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তা দিলেন নব দম্পতি।
গঙ্গাজলঘাটির শ্রীচন্দনপুর গ্রামের বাসিন্দা অধ্যাপক বিশ্বজিৎ পাতরের সঙ্গে বিয়ে হয়েছে গঙ্গাজলঘাটি ব্লকের কেশিয়াড়া গ্রামের রীনা পাতরের। শ্রীচন্দনপুরে হয়েছে তাদের বৌভাত অনুষ্ঠান। বিয়েতে গতানুগতিক নিয়মনীতি থেকে বেরিয়ে মহিলা পুরোহিত মন্ত্র পড়ে দুই হাত এক করেন। তবে শুধু বিয়েতেই ব্য়তিক্রম ছিল না। বৌভাতের অনুষ্ঠানেও ছিল অন্যরকম আয়োজন। সমস্ত রকম ব্যবস্থাপনার পাশাপাশি অনুষ্ঠানে আমন্ত্রিত প্রায় ১০০০ জন অতিথির হাতে চারা গাছ তুলে দেন নব দম্পতি।
বিশ্বজিৎ পাতর ও তাঁর সদ্য বিবাহিত স্ত্রী রীনা পাতর জানান, বিশ্ব উষ্ণায়নের জেরে বিপন্ন প্রাণীকুল। বিশ্ব উষ্ণায়ন কমিয়ে প্রকৃতিকে রক্ষা করার অন্যতম প্রধান পথ এখন বৃক্ষরোপন। তাই বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানে চারাগাছ বিতরণের মধ্য দিয়ে বৃক্ষরোপনের একটি বার্তা দিলেন তাঁরা। অন্যদিকে বিশেষ বার্তাবহ এই বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে খুশি হন আত্মীয় পরিজন অতিথিরাও।