নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:– দুর্গাপুর শিল্পাঞ্চলের সুপরিচিত সংগীতশিল্পী সোমনাথ বন্দ্যোপাধ্যায় (রাজা)র ৫২ তম জন্মদিন পালন করা হলো স্থানীয় চিত্রব্রত মজুমদার স্মৃতি সভাগৃহে, শিল্প সাহিত্য পত্রিকা এবং অমর ভারতী কলাকেন্দ্রের যৌথ উদ্যোগে।
শুরুতে বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত তাঁর সংক্ষিপ্ত শুভেচ্ছা জ্ঞাপক বক্তব্যে সোমনাথের গুণাবলী সম্পর্কে বর্ণনা দেন। পাশাপাশি দুর্গাপুর পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় শুভেচ্ছা জানান।
এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সংগীত শিল্পী সোমনাথ বন্দ্যোপাধ্যায়, ঋতুপর্ণা বিশ্বাস সরকার, গোপাল কর্মকার, পল্লবী ঘোষাল সহ আরও কয়েকজন। অতিথিদের মধ্যে ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী সুব্রত মুখোপাধ্যায়, শিল্পী সাহিত্য পত্রিকার সম্পাদক রাজীব ঘাটি, অমর ভারতে কলা কেন্দ্রের সম্পাদক কবি সোনালী বসু, দিলীপ মজুমদার, লক্ষী মজুমদার, শ্যামলী দত্ত প্রামানিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্রাবণী পাঠক।