নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- এবার তৃণমূলের দুই নেতার বিরুদ্ধে স্বজন পোষণ দুর্নীতির অভিযোগে তুলে পোস্টার পড়ল। আর বেনামী ওই পোস্টার ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
রবিবার সকালে কোকওভেন থানার অন্তর্গত নামো সগড়ভাঙা গ্রামে ওই পোস্টার ঘিরে চাঞ্চল্য তৈরি হয়। পোস্টারে দুর্গাপুরের ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্ড সহ সভাপতি বিধান মাজি ও দলের আরেক নেতা অরুন ধারার বিরুদ্ধে স্বজনপোষন ও দুর্নীতির অভিযোগ করা হয়েছে। যদিও ওই পোস্টারটি কারা দিয়েছে তা জানা যায়নি।
অন্যদিকে যার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্ড সহ সভাপতি বিধান মাজিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে এটা বিরোধীদের চক্রান্ত বলে দাবি করেন। তিনি বলেন, “মানুষের কাজ করি, মানুষের পাশে থাকি, এলাকার মানুষকেই জিজ্ঞেস করুন। মানুষই এর উত্তর দেবে। কেউ রাতে অন্ধকারে ওই পোস্টার ফেলে রেখে গেছে আমাকে ও দলকে বদনাম করার জন্য।”