নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বৃহস্পতিবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো সিনার্জি বিজনেস ফেসিলিয়েশন কনক্লেভ। যেখানে শিল্পপতিদের উপস্থিতিতে পূর্ব ও পশ্চিম বর্ধমান, দুই জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নানা দিক নিয়ে আলোচনা হয়।
এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের এম এস এম ই বিভাগের মন্ত্রী চন্দ্র নাথ সিনহা, রাজ্যের এম এস এম ই বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পান্ডে, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্র নাথ চক্রবর্তী, জামুরিয়ার বিধায়ক হরে রাম সিং ও পূর্ব ও পশ্চিম বর্ধমানের প্রশাসনিক আধিকারীকরা ।
এদিন মন্ত্রী চন্দ্র নাথ সিনহা জানান, শিল্পের সমাধানে এই এম এস এম ই শিবির, ২৪- ২৫ আর্থিক বছরে শিল্প উন্নতির স্বার্থে পূর্ব ও পশ্চিম বর্ধমানে ৭,৩৭১ কোটি টাকা ব্যাংক গুলি ঋণ প্রদান করেছে। এই অর্থ বর্ষে এই দুই জেলার ৫৮ টি ইউনিট বাংলাশ্রীর অধীনে উপকৃত হয়েছে । পাশাপাশি এদিনের মঞ্চ থেকে বিভিন্ন শিল্পপতিদের কাছ থেকে ৪,৬৫০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি। এরফলে দুই জেলায় কর্মসংস্থান ক্ষেত্র তৈরি হবে বলে মনে করা হচ্ছে।