eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের উৎসব

দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের উৎসব

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- নৃত্যবৃত্তি বাতায়নের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ষষ্ঠ তম ‘দুর্গাপুর নৃত্য ও সঙ্গীত উৎসব’। আগামী ২১ ডিসেম্বর শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের সৃজণী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে এই শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে সারা দেশের খ্যাতনামা অতিথি ও শিল্পীরা উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত দুর্গাপুর নৃত্য ও সঙ্গীত উৎসব (ডিডিএমএফ) অভিজ্ঞ শিল্পী ও শ্রোতাদের তো অনুপ্রাণিত করেই। পাশাপাশি এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে উদীয়মান শিল্পীরাও অভিজ্ঞ, প্রবীণ ও খ্যাতনামা শিল্পীদের সামনে তাঁদের প্রতিভা প্রদর্শন করার সুযোগ পান। পশ্চিমবঙ্গে শাস্ত্রীয় কলা নিয়ে এই ধরণের উৎসাহ প্রদানকারী সংস্কৃত মনস্ক অনুষ্ঠান খুব কমই অনুষ্ঠিত হয়।

নৃত্যবৃত্তি বাতায়ন এর আগে পাঁচটি সফল দুর্গাপুর নৃত্য ও সঙ্গীত উৎসবের আয়োজন করেছে। করোনা কালের কঠিন বিরতির পর ২০২৩ সালেও দুর্গাপুর নৃত্য ও সঙ্গীত উৎসর দুর্দান্ত সফলতা অর্জন করে।

তাই এবারের ডিডিএমএফ নিয়ে রীতিমতো উৎসাহিত শহরের সংস্কৃতি মনস্ক মানুষজন। শীতের আমেজ গায়ে মেখে আরও একবার শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের মুর্ছনার ভেসে যেতে চান সকলে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments