নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মদ্যপ অবস্থায় পড়ুয়াদের নিয়ে গাড়ি ছুটিয়ে গ্রেপ্তার পুলকার চালক। দুর্গাপুরের এসবি মোড়ের এই ঘটনায় শোরগোল পড়ে গেছে শহরজুড়ে, আতঙ্কে অভিভাবকরা। পাশাপাশি ট্রাফিক গার্ডের পুলিশের ভূমিকায় খুশি অভিভাবক মহল। এই ধরনের ঘটনা এড়াতে সচেতনতা বাড়ানোর আশ্বাস ট্রাফিক গার্ডের।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিধাননগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল থেকে খুদে পড়ুয়াদের নিয়ে এসবি মোড় হয়ে কোকওভেন থানার সুভাষপল্লী এলাকায় যাচ্ছিল একটি পুলকার। পুলকারটি প্রচণ্ড গতিতে থাকায় সন্দেহ হয় এসবি মোড়ের কর্মরত ট্রাফিক গার্ডের পুলিশের। তাঁরা গাড়িটিকে থামান এবং চালক মদ্যপ কিনা জানতে ব্রেথ এনালাইজার মেশিন দিয়ে পরীক্ষা করেন। আর তাতেই ধরা পড়ে চালক মদ্যপ। সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে তুলে দেওয়া হয় কোকওভেন থানার পুলিশের হাতে। জানা গেছে ধৃত চালকের নাম শিব শঙ্কর টুডু, বাড়ির বাঁকুড়ার গঙ্গাজলঘাটি এলাকায়।
অন্যদিকে ওই ঘটনার পর পড়ুয়াদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ। দুর্গাপুর ট্রাফিক গার্ডের এসিপি ৩ রাজকুমার মালাকার এদিন বলেন, “ট্রাফিক নিয়ম নিয়ে সচেতনতা বাড়ানো হচ্ছে। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না হয় সেদিকেও নজর রাখা হবে।”