নিজস্ব সংবাদদদাতা, দুর্গাপুরঃ– দুর্গাপুর ‘চিরন্তন কথা’ আর্টস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং বিশিষ্ট কত্থক নৃত্যশিল্পী ও শিক্ষিকা মন্দাকিনী চৌধুরীর ব্যবস্থাপনায় শাস্ত্রীয় নৃত্যের বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠান আয়োজিত হল দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে,১৫ ই ডিসেম্বর সন্ধ্যায়। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়, অংশ নেন- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কত্থক নৃত্য শিল্পী বিদুষী শাশ্বতী সেন, রবীন্দ্রসংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, সেতার শিক্ষক পূর্ণেন্দু ব্যানার্জী, সংস্থার অধ্যক্ষা মন্দাকিনী চৌধুরী প্রমুখ। নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন বিদুষী শাশ্বতী সেন (কত্থক), সোমনাথ পান্ডা (ওড়িশি), ড: তমালিকা দে (মণিপুরী) শানকি সিংহ এবং হিমাংশ (কত্থক)প্রমুখ। বিদুষী শাশ্বতী সেনের আলোচনা সহ নৃত্যানুষ্ঠান উপস্থিত দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিল। এছাড়া সংস্থার শিক্ষার্থীরা সমবেতভাবে নৃত্য পরিবেশন করে। সমগ্র অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক ছিলেন সংস্থার মুখ্য পরিচালিকা ললি চৌধুরী। যন্ত্রসঙ্গীত ও কণ্ঠ সহযোগিতায় ছিলেন অনিরুদ্ধ মুখোপাধ্যায়,অলক সুন্দর বিশ্বাস,জয়দীপ সিংহ,দেবত্তম মহাপাত্র ও চন্দ্রচূড় ভট্টাচার্য্য। অনুষ্ঠান সঞ্চালনায় সাবলীল ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী বিপ্লব মুখোপাধ্যায়।