নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বাংলা গানের দুনিয়ায় বেশ পরিচিত মুখ দুর্গাপুরের শুভশ্রী দেবনাথ। ২০১৬-১৭ সালে জি বাংলা সারেগামাপা-য় রানার্স আপ হয়েছিলেন দুর্গাপুরের এই কন্যে। এরপর বহুবার জি বাংলার মঞ্চে তাঁকে দেখা গেছে । কখনও দিদি নম্বর ১, কখনও আবার সারেগামাপা-তে। হালে সারেগামাপা লেজেন্ডসেও অংশ নিয়েছিলেন তিনি। সেখানে দেশের তাবড় তাবড় সঙ্গীত শিল্পী ও সঙ্গীত প্রেমী মানুষের মন জয় করেছেন দুর্গাপুরের এই সুরেলা মেয়ে । প্রথম থেকেই তাঁর সুরেলা কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়েছেন বিচারকরা। কিন্তু শেষ পর্যন্ত দুর্ভাগ্যবশত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পান বাংলার এই মিষ্টি মেয়ে। যদিও সোশ্যাল মিডিয়ায় শুভশ্রীকেই সেরা হিসেবে তুলে ধরেছেন নেটিজেনদের একাংশ । সোশ্যাল মিডিয়া জুড়ে দেখা গেছে শুভশ্রী ভক্তদের প্রবল উন্মাদনা।
এবার সেই শুভশ্রী ফিরলেন তাঁর নিজের শহর দুর্গাপুরে। বৃহস্পতিবার শুভশ্রী রীতিমতো হুডখোলা গাড়িতে করে ফার্স্ট রানার অফ ট্রফি হাতে দুর্গাপুরের শ্যামপুরের বাড়িতে ফেরেন। তাঁকে নাগরিক সংবর্ধনা দিয়ে ব্যান্ড পার্টি সহযোগে শোভাযাত্রা করে শ্যামপুরের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এদিন তাঁকে ঘিরে ছিল রীতিমতো উন্মাদনার পরিবেশ।