eaibanglai
Homeএই বাংলায়ফলতা প্রাথমিক বিদ্যালয়ের নতুন সাফল্য

ফলতা প্রাথমিক বিদ্যালয়ের নতুন সাফল্য

নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, ফলতা, দক্ষিণ চব্বিশ পরগণা-: পাঠদান সহ অন্যান্য বিষয়ে জেলার মধ্যে উল্লেখযোগ্য স্থান দখল করার পাশাপাশি বিখ্যাত বাঙালি বৈজ্ঞানিক আচার্য জগদীশ চন্দ্র বসুর স্মৃতিধন্য দক্ষিণ ২৪ পরগণার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা বৃদ্ধির জন্য তারা যেমন ব্রতচারী ও যোগার দিকে নজর দিয়েছেন তেমনি আত্মরক্ষার জন্য ক্যারাটে প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছেন। এবার এই ক্যারাটে প্রতিযোগিতায় সাফল্যলাভ করল বিদ্যালয়টি।

গত ২২ শে ডিসেম্বর World Shotokan Karate Academy of India -এর উদ্যোগে হাওড়ার ভিক্টোরিয়া স্টেডিয়ামে আয়োজিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, বাংলাদেশ সহ পৃথিবীর সাতটি দেশের প্রতিনিধিরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় থেকে তিন জন সহ মোট কুড়ি জন প্রতিনিধি ৯ বছর বালক বিভাগে অংশগ্রহণ করে। সংশ্লিষ্ট বিভাগে ফলতা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র আবীর হালদার প্রথম স্থান অধিকার করে। সুখবরটি বিদ্যালয়ে পৌঁছাতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে বিদ্যালয়ের শিক্ষককুল। জানা যাচ্ছে নতুন বছরে বিদ্যালয়ের পক্ষ থেকে আবীরকে সম্বর্ধনা দেওয়া হবে। প্রসঙ্গত, বিশিষ্ট ক্যারাটে প্রশিক্ষক সেনসাই মৃণাল কান্তি ঘোষ ( ব্ল্যাকবেল্ট 6 ডান) গত দু’বছর ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারাটে বিষয়ে প্রশিক্ষণ দিয়ে চলেছেন। অল্প সময়ের মধ্যে এই সাফল্য লাভ। মৃণাল বাবু বললেন, শেখার আগ্রহ ও একাগ্রতার জন্যই আবীর সাফল্য পেয়েছে। আগামী দিনে এই বিদ্যালয়ের আরও অনেকেই সাফল্য পাবে। অন্যদিকে উচ্ছ্বসিত প্রধান শিক্ষক তিলক নস্কর তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বললেন, এই সাফল্যের জন্য আমরা খুব খুশি। আশাকরি ভবিষ্যতে আরও সাফল্য আসবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments