eaibanglai
Homeএই বাংলায়স্বনামধন্য এমএনসি’তে চাকরি পেল দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের শতাধিক পড়ুয়া

স্বনামধন্য এমএনসি’তে চাকরি পেল দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের শতাধিক পড়ুয়া

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- এই প্রথম বার জব ফেয়ার করে চূড়ান্ত সাফল্য ফেল দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ। সম্প্রতি সরকারি এই কলেজে গত ১৯ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর কলেজ প্রাঙ্গনে একটি মেগা ইভেন্টের আয়োজন করা হয়েছি। ‘প্রগতি’ নামক ইভেন্টে সাংস্কৃতিক অনুষ্ঠান,ফুড ফেস্টিভ্যাল, কৃতী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনার পাশাপাশি কেরিয়ার কাউন্সিলিং ও জব ফেয়ারের ব্যবস্থা করা হয়েছিল। যেখানে কলেজের ২০২১,২০২২, ২০২৩, ২০২৪ সালের পড়ুয়ারা অংশ নিয়েছিল। এই জব ফেয়ার থকে মোট ৪৭০ জন ছাত্র ছাত্রী বিভিন্ন বেসরকারি সংস্থায় চাকরি পয়েছে। তাদের মধ্যে ১১০ ছাত্র ছাত্রী স্বনামধন্য মাল্টিন্যাশনাল কোম্পানি টিসিএস টিসিএস -এ চাকরির সুযোগ পেয়েছে।

এক বিশেষ অনুষ্ঠানে এই ছাত্র ছাত্রীদের হাতে চাকরির অফার লেটার তুলে দেন দুর্গাপুরের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জী, আসানসোলের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।

প্রসঙ্গত বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সহ টেকনিক্যাল কলেজগুলিতেই কোর্স শেষে প্লেসমেন্টের সুযোগ পান পড়ুয়ারা। সাধারণ ডিগ্রি কলেজে সেই সুযোগ থাকে না। এবার সেই ধারাকে একেবারে বদলে দিল দুর্গাপুরের এই সরকারি কলেজ। কলেজের অধ্যক্ষ দেবনাথ পালিত জানান, কোনো রকম সহযোগিতা ছাড়াই একেবারে নিজস্ব উদ্যোগে কলেজ কর্তৃপক্ষ এই জব ফেয়ারের আয়োজন করেছিল এবং তাতেই সাফল্য এসেছে। পাশাপাশি কলেজের পড়ুয়াদের এই সাফল্যেও কলেজ গর্বিত বলে তিনি জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments