eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে অনুষ্ঠিত হল "শ্রমিক মিলন উৎসব ২০২৪"

দুর্গাপুরে অনুষ্ঠিত হল “শ্রমিক মিলন উৎসব ২০২৪”

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে গত ২২ডিসেম্বর রবিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ৬:৩০পর্যন্ত, সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হলো হিন্দুস্থান স্টীল এমপ্লয়ীজ ইউনিয়নের উদ্যোগে আয়োজিত “শ্রমিক মিলন উৎসব ২০২৪”।

সমাজের অন্যতম মূল চালিকা শক্তি শ্রমিকগণ। তাদের হাত ধরেই সচল হয় হয় কল-কারখানা, গড়ে ওঠে ঘর,বাড়ি সহ ননা কাঠামো, তৈরি হয়, রাজ পথ থেকে রেল পথ, আবার তাদের হাত ধরেই ছুটে চলে পরিবহণ। যাঁদের ছাড়া থমকে যায় সমাজের সমস্তরকম উন্নয়ন কাজ, সেই শ্রমিকদের জন্য প্রতিবছর একটি দিন উদযাপন করে হিন্দুস্থান স্টীল এমপ্লয়ীজ ইউনিয়ন। প্রতিবছরের মতো অবছরও দুর্গাপুর ইস্পাত নগরীর নেহেরু স্টেডিয়ামে খেলাধুলো, গান সহ বিভিন্ন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান, বহুরূপীর অনুষ্ঠান, বিজ্ঞান ও হস্তশিল্প প্রদর্শনী, স্বাস্থ্য পরীক্ষা, ক্যুইজ সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শ্রমিক মিলন উৎসবে। যেখানে শ্রমিকরা তাদের পরিবার নিয়ে অংশগ্রহণ করেছিলেন। ছিল রোদে পিঠ দিয়ে খাওয়াদাওয়ার ব্যবস্থাও।

পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয় উৎসবের। পতাকা উত্তোলন করেন ইউনিয়ন এবং উৎসব কমিটির সভাপতি বিশ্বরূপ ব্যানার্জী। এরপর অনুষ্ঠানের উদ্বোধন করেন দুর্গাপুর ইস্পাত কারখানা, দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানা এবং ইসকো স্টীল প্লান্ট-এর ডিরেক্টর ইনচার্জ বিজয়েন্দ্র প্রতাপ সিং। এছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার অন্যান্য প্রধান পরিচালকরা, বিশিষ্ট চিকিৎসক, আলোকচিত্রী ও সাহিত্যিক ডাঃআশিস কুমার চ্যাটার্জী, বিশিষ্ট নাট্যকর্মী দীপক দেব, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মৃত্যুঞ্জয় ঘোষ , বর্ষীয়ান সমাজকর্মী ও প্রাক্তন ইউনিয়ন নেতৃত্ব সুখময় বোস, এন আই টি দুর্গাপুরের কম্পিউটার বিভাগের অধ্যাপক শুভ্রব্রত চৌধুরী, দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভানেত্রী ছাত্রনেত্রী ঐশী ঘোষ । এছড়াও উৎসবে উপস্থিত হয়েছিলেন সিআইটিইউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি সুভাষ মুখার্জি, কৃষক সভার রাজ্য নেতা বীরেশ্বর মন্ডল, বর্ষীয়ান ট্রেড ইউনিয়ন নেতা ও প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী প্রমুখ।

এছাড়া শহরের বাইরে থেকে বিভিন্ন ক্ষেত্রের বহু বিশিষ্ট মানুষজন এদিনের শ্রমিক মিলন উৎসবে উপস্থিত হয়েছিলেন। এঁরা হলেন, ভারতের দীর্ঘ দূরত্বের জাতীয় সাঁতারু প্রত্যয় ভট্টাচার্য, এই সময়কালের সাড়াজাগানো লোকশিল্পী, অভিনেতা ও দেশের সবথেকে নামী বহুরূপী উত্তম মন্ডল, বহরমপুরের বিখ্যাত গানের দল “কোরাস”, কিংবদন্তি গণসংগীত শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের ছাত্র ও সহ গায়ক, বিশিষ্ট গণসংগীত এবং লোক সঙ্গীত শিল্পী বিমল কুমার দে,মঞ্চ চলচ্চিত্র এবং টলিউডের জনপ্রিয় অভিনেতা এবং পরিচালক দেবদূত ঘোষ প্রমুখ।

অন্যদিকে স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরীক্ষার জন্য উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসকেরা, বিজ্ঞান প্রদর্শনীর জন্য বিভিন্ন ছাত্র-শিক্ষক ও পশ্চিম বঙ্গ বিজ্ঞানমঞ্চ’র নেতৃত্ব, হস্তশিল্প প্রদর্শনী ও বিক্রির জন্য বিভিন্ন হস্তশিল্পী, মরণোত্তর দেহদানের অঙ্গীকার করার ব্যবস্থা নিয়ে ‘গণদর্পণ’ ও ‘মুক্তচিন্তা’ সংগঠনের পক্ষ থেকে আন্দোলন কর্মীরা।

২০১৮ সাল থেকে শুরু হওয়া এই উৎসব ভারতবর্ষের বুকে প্রথম ও এখনও পর্যন্ত একমাত্র “শ্রমিক মিলন উৎসব”-যেখানে অংশ নেন স্থায়ী -অস্থায়ী- অবসরপ্রাপ্ত কর্মী , ইউনিয়ন পরিচালিত বিদ্যাসাগর শিক্ষা সহায়তা কেন্দ্রের ছাত্রছাত্রী,রেড ভলান্টিয়ার সহ নানা গুণীজন, শিল্পী, সাংস্কৃতিক কর্মী, স্বক্ষেত্রে কীর্তিমান, সমাজকর্মী, চিকিৎসক, ও দুর্গাপুর এবং মিশ্র ইস্পাত কারখানার প্রধান পরিচালকগণ।

এই উৎসব কমিটির লক্ষ্য ধর্ম-বর্ণ নির্বেশেষে খেটে খাওয়া মানুষের জন্য উৎসবের আমেজে একটি মিলন ক্ষেত্র তৈরি করা। পৃথিবীর যেকোনও ভালো কাজই কোথাও না কোথাও কাউকে না কাউকে শুরু করতে হয় । সে হিসেবে হিন্দুস্থান স্টীল এমপ্লয়ীজ ইউনিয়ন, দুর্গাপুর এই উৎসব শুরু করলেও তারা দৃঢ় ভাবে মনে করেন এই উৎসব কখনোই কোনও নির্দিষ্ট ইউনিয়নের উৎসব নয়। এই উৎসব সমস্ত শ্রমজীবী মানুষের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments