মনোজ সিংহ, দুর্গাপুর:– শিল্পাঞ্চল দুর্গাপুর তথা রাজ্যে সম্ভবত প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে “দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৫”। গত ৫ই জানুয়ারি এক বর্ণাঢ্য সান্ধ্য সঙ্গীতা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ সূচনা হয় এই “দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৫”এর। সেদিন বাংলার বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সুরকার অনুপম রায় সঙ্গীত পরিবেশন করেন হাজারো দর্শকের সামনে দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে শহীদ ভগৎ সিং স্টেডিয়ামে। দুর্গাপুর ক্লাব সমন্বয়ের উদ্যোগে এবছর “দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৫” অনুষ্ঠিত হচ্ছে। গত দুই বছর ধরে দুর্গাপুর শিল্পাঞ্চলের কিছু বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী, বিভিন্ন ক্লাবের কর্মকর্তা, আশেপাশের গ্রামের গণ্যমান্য ব্যক্তিগণ এক ছাতার তলায় দাঁড়িয়ে শপথ নিয়েছিলেন দুর্গাপুরের ক্রীড়া প্রেমে স্বর্ণযুগ আনবেন। সেই মতো গত দুবছর ধরে দুর্গাপুর ক্লাব সমন্বয় নাম নিয়ে দুর্গাপুরে পরপর দু’বছর অনুষ্ঠিত হয়েছে বিশ্বমানের ক্রিকেট টুর্নামেন্ট। আর সেই ধারাকে অব্যাহত রাখতে এবছরও “দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৫” অনুষ্ঠিত হচ্ছে।
এই “দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৫”এ মোট ৩২টি ইভেন্টে ও প্রায় ১৫,০০০-এর বেশি প্রতিযোগী অংশগ্রহণ করছেন, এবং মোট পুরস্কারের মূল্য ২৫ লক্ষ টাকা রয়েছে। প্রধান ইভেন্টগুলির মধ্যে রয়েছে ক্রিকেট, ফুটবল, টেনিস, দাবা এবং অ্যাথলেটিক্স। বিশেষ ভাবে,গত ১২ জানুয়ারি একটি ম্যারাথন আয়োজন করা হয়ে, যেখানে প্রাক্তন ফুটবল তারকা বাইচুং ভুটিয়া উপস্থিত ছিলেন। জেলার স্পোর্টস অ্যাসোসিয়েশন গুলির বাছাই করা খেলোয়াড়রা, স্কুল-কলেজের সেরা খেলোয়াড়রা এবং কিছু ইভেন্টে বাইরের প্রতিযোগীরাও অংশগ্রহণ করেন। এই আয়োজনের মাধ্যমে দুর্গাপুরে খেলাধুলার প্রসার এবং উন্নয়নের প্রচেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্গাপুর ক্লাব সমন্বয় কমিটির অন্যতম কর্ণধার সন্দীপ দে।
আজ দীর্ঘ ১৫ দিন ধরে চলা “দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৫”এর অন্তিম দিন প্রায় ১৭০০ প্রতিযোগী ৯টি বিভিন্ন বিভাগে খেলাতে অংশগ্রহণ করবেন। শিল্পাঞ্চল দূর্গাপুর সহ আশেপাশের জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক ক্রীড়া প্রেমিক এই “দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৫” অংশগ্রহণ করেন। শিল্পাঞ্চল দুর্গাপুর প্রথম বার দেখল মাঠ ভর্তি দর্শক ও শিল্পাঞ্চলের প্রায় প্রতিটি বড় খেলার মাঠে প্রতিদিন কোন না কোন খেলার আয়োজন হয়েছে। গোটা শিল্পশহর জুড়ে দীর্ঘ ১৫ দিন ধরে চলা “দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৫”এ ছিল শুধু ক্রীড়ার উন্মাদনা। আজ এই “দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৫” এর অন্তিম লগ্নে ৯টি বিভাগে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে শহীদ ভগৎ সিং স্টেডিয়ামে।
আজ এই “দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৫”এ যে ৯টি বিভাগে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তা হল ক্যারাটে, কাবাডি, খো খো, চেস, যোগা, ভলিবল, ক্যারাম, আর্ট কম্পিটিশন অন স্পোর্টস সহ কিক বক্সিং এর চূড়ান্ত পর্যায়ের খেলা। আর এই খেলা দেখার জন্য শিল্পাঞ্চল দুর্গাপুর তথা আশেপাশের জেলা থেকে বহু মানুষ উপস্থিত হয়েছেন দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে শহীদ ভগৎ সিং স্টেডিয়ামে। দুর্গাপুর ক্লাব সমন্বয়ের উদ্যোগে শিল্পশহর দুর্গাপুরকে ক্রীড়ার মানচিত্রে উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠা করার যে এক অভূতপূর্ব প্রয়াস তা সাধুবাদ জানিয়েছেন শিল্পাঞ্চলের সকল বাসিন্দারা একবাক্যে।
দুর্গাপুর স্পোর্টস কার্নিভালের শেষ লগ্নে অংশগ্রহণ করে একটি নতুন ধরনের খেলা কিক বক্সিং।
বিগত দিনের সব বিতর্কের অবসান ঘটিয়ে আজ দুর্গাপুর ক্লাব সমন্বয় কমিটি দ্বারা আয়োজিত স্পোর্টস কার্নিভালে ফুটবল, ক্যারাটে, এথেলেটিক্স এর সাথে জায়গা করে নিয়েছে এই কিকবক্সিং খেলা। আজ রবিবার ১৯শে জানুয়ারি দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হতে চলেছে মহাসমারোহে। পরিচালনায় থাকবে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস কিকবক্সিং অ্যাসোসিয়েশন। প্রায় ১৯টি ক্যাটাগরিতে ১৫০অধিক খেলোয়াড় সম্পূর্ণ নিঃশুল্কতে অংশগ্রহন করতে চলেছে। চাইল্ড ক্যাডেট, ইয়াঙ্গার ক্যাডেট, ওল্ডার ক্যাডেট, জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরি তে বিভিন্ন ওয়েট এর বিভাগে ৭টি ইভেন্টে অংশগ্রহন করবে দুর্গাপুরের কিকবক্সাররা । জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পদকপ্রাপ্ত জেলার সাহানা খাতুন, আরাধ্যা ধীবর, উইভি মন্ডল, সমস্তু ঘোষ সেনাপতি দের মতো ক্রীড়াবিদরা এই খেলায় অংশগ্রহণ করে স্পোর্টস কার্নিভালের ঝাঁঝ আরো বাড়িয়ে দেবে। আগামীদিনে এইরকম প্রতিযোগিতা থেকে নিজেদের উন্নত মানের ক্রীড়াবিদ হিসাবে তৈরি করে দেশের হয়ে খেলতে চলেছে কিছু ক্রীড়াবিদ। তারা সুযোগ পেতে চলেছে দিল্লিতে আসন্ন ওপেন ইন্টরন্যাশনাল কিকবক্সিংএ প্রায় ২০র অধিক দেশের কিকবক্সিং খেলোয়াড়দের সাথে খেলার এমনই বক্তব্য জেলা অ্যাসোসিয়েশন এর সম্পাদক ফিরোজ খানের। তিনি আরও জানান,”কিকবক্সিং প্রশিক্ষণ এর জন্য সরকারি সাহায্য অথবা বিভিন্ন সংস্থার সাহায্য দ্বারা আন্তরজাতিক মানের ইকুইপমেন্ট ও প্র্যাকটিস এর জায়গা পেলে এই শহর থেকে বিদেশের বুকে ভারতের পতাকা উড়িয়ে মেডেল জিতে আসবে ক্ষুদে ক্রীড়াবিদরা।” এই অ্যাসোসিয়েশন এর মূল কর্মকর্তার মধ্যে সভাপতি সর্বজিত মুখার্জি ও শান্তি কুন্ডু যথেষ্ট সক্রিয় ভাবে বিগত দিনের মতো এবারেও এই অনুষ্ঠান সফল করতে তৎপর। তারা জানিয়েছেন,”আমরা চেষ্টা করছি দুর্গাপুর শহরে কিকবক্সিং খেলাটিকে আরো জনপ্রিয় করে তোলার জন্য। সব ইংরেজি ও বাংলা মাধ্যম স্কুলে সেলফ ডিফেন্স ও কিকবক্সিং এর প্রশিক্ষণ দেবার জন্য আমরা তৈরি। অবশ্য কিছু স্কুলে ইতিমধ্যেই প্রশিক্ষণ শুরু করেছে। “দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৫”এ সুযোগ দেবার জন্য দুর্গাপুর ক্লাব সমন্বয়ের অধিকর্তাদের ধন্যবাদ জানাই”।
অন্যদিকে “দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৫”এর প্রতিযোগিতার প্রধান ইভেন্টগুলির মধ্যে রয়েছে পাওয়ার লিফটিং ও বডি বিল্ডিং। পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় শনিবার রবি (১৮,১৯ জানুয়ারি) দুদিন সিটি সেন্টারের ভগৎ সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বডি বিল্ডিং (মেনস ফিজিক) ও পাওয়ার লিফটিং ও বেঞ্চ প্রেস (মহিলা এবং পুরুষ) প্রতিযোগিতা। যেখানে জেলার স্পোর্টস অ্যাসোসিয়েশন গুলির বাছাই করা খেলোয়াড়রা ও স্কুল-কলেজের সেরা খেলোয়াড়রা অংশ গ্রহণ করেছে।
পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের মতে দুর্গাপুর “দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৫”, খেলোয়াড় বা প্রতিযোগীদের জন্য এক স্বপ্নের প্ল্যাটফর্ম। যেখানে একাধারে প্রতিযোগীরা যেমন নিজেদের সেরাটা সকলের সামনে তুলে ধরতে পারবেন, অন্যদিকে তেমনি রাজ্যের সেরাদের সঙ্গে নিজের পারফরম্যান্স যাছাই করে নিতে পারবেন। যা তাদের আগামী দিনে এগিয়ে যেতে তথা আরও উচ্চ জাতীয় বা আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় সাফল্য পেতে সাহায্য করবে।
এদিকে আজই রয়েছে “দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৫”য়ে শহীদ ভগত সিং স্টেডিয়ামে চেস চ্যাম্পিয়নশিপ। শহরে ক্রশম চেস বা দাবা খেলার সংস্কৃতি গড়ে ওঠায় উৎসাহিত শিল্পাঞ্চলের খুদে দাবারুরাও। এদিন দুর্গাপুরের অন্যতম ইংরেজি মাধ্যম স্কুল ডিএভি মডেল স্কুলের এক খুদে পড়ুয়া ওমনিল জানায়, “দাবা খেললে মনের একাগ্রতা বাড়ে, ফলে পড়াশুনাতেও মনোযোগ বাড়ে। যা পড়ুয়াদের চরিত্র গঠনে সাহায্য় করে। তাই আমরা দাবা খেলাকে আমাদের সব থেকে পছন্দের খেলা হিসেবে বেছে নিয়েছি। আগামী দিনে আমরা দুর্গাপুরে আবারো জাতীয় স্তরের বড় “দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৫” টুর্নামেন্টে খেলার সুযোগ পাবো ভেবে গর্বিত হচ্ছি।”
দুর্গাপুর ক্লাব সমন্বয়ের এই “দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৫” উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের খেলাপ্রেমী মানুষ। এই স্পোর্টস কার্নিভাল পুরনো দুর্গাপুরের খেলার আবহকে আবার ফিরিয়ে আনবে বলে মনে করছেন অনেকেই।