eaibanglai
Homeএই বাংলায়ভিন রাজ্য থেকে চুরি যাওয়া লরি পাচারের চেষ্টা দুর্গাপুরে, ধৃত ৩

ভিন রাজ্য থেকে চুরি যাওয়া লরি পাচারের চেষ্টা দুর্গাপুরে, ধৃত ৩

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– চুরি যাওয়া লরির চেচিস নম্বর ও নম্বর প্লেট নকল করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল তিন জন। শুক্রবার বিকালে কাঁকসা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পানাগড় বাজারের বাইপাসের কাছ থেকে তিন ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতদের নাম সোনু জয়সওয়াল,অঙ্গত জয়সওয়াল ও গৌতম কুমার। তিনজনেই পানাগড়ের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে ওই লরিটি বিহারের আরা থেকে চুরি গেছিল।

প্রসঙ্গত পানাগড়ের স্ক্র্যাপ বাজার গাড়ির যন্ত্রাংশের জন্য বিখ্যাত। পুরনো গাড়ি স্ক্র্যাপ হিসেবে ক্রয় বিক্রয়ের পাশাপাশি এই বাজার গাড়ির যন্ত্রাংশের বদলের জন্যও খ্যাত। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন রাজ্য থেকেও গাড়ি এনে এখানে যন্ত্রাংশের বদল ও সাড়াই করা হয়। সেখানে এই ধরণের চোরাই কারবার ধরা পড়ায় বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধীরা।

বর্ধমান সদরের বিজেপির সহ-সভাপতি রমন শর্মা বলেন, “রাজ্য পরবহন দপ্তরের সহায়তা ছাড়া এই ধরণের ঘটনা সম্ভব নয়। কাট মানি কালচারের জন্য এই সব দুর্নীতি চলছে। এইভাবে পানগড় বাজারের একদিকে যেমন দুর্নীতি বাড়ছে অন্যদিকে তেমনি জায়গার বদনাম হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি।” যদিও কাঁকসা ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক সন্দীপ রিঙ্কু মহাল এই ঘটনার জন্য বাজারের ব্যবসায়ী সমিতিকে দায়ী করেছেন। তিনি বলেন “এ বিষয়ে নজরদারি রাখা উচিৎ ব্যবসায়ী সমিতির। তবে যে কোনো দুর্নীতি দমনে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। তাই তিন জন ধরা পড়েছে।” অন্যদিকে পানাগড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অরুন কুমার সিং বলেন, “এইসব ঘটনার সাথে যারা জড়িত তাদের সাথে পানাগড় বাজার ব্যবসায়ী সমিতির কোনো যোগ নেই। যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক পুলিশ। কোন অন্যায় বরদাস্ত করা হবে না পানাগড় বাজার ব্যবসায়ী সমিতির তরফ থেকে।”

শনিবার ধৃত তিন জনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। এই ঘটনায় কোনো চক্র কাজ করছে কিনা ধৃতদের হেফাজতে নিয়ে জানার চেষ্টা চালাচ্ছে কাঁকসা থানার পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments