সংবাদদাতা,বাঁকুড়াঃ- বেশ কয়েকদিন ধরেই বাঘের আতঙ্ক গ্রাস করেছে বাঁকুড়ার জঙ্গল মহলে।শুক্রবারই বাঘের আতঙ্ক ছড়িয়েছিল দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলের রানিবাঁধ ব্লকের বাগডুবি গ্রামে। গ্রামের রাস্তায় অজানা জন্তুর একাধিক পায়ের ছাপের দেখা মিলেছিল। শনিবার সেরকমই পায়ের ছাপ দেখা দিল সারেঙ্গায়। আর সেই পায়ের ছাপ কে ঘিরে এবার বাঘের আতঙ্ক ছড়ালো বাঁকুড়ার সারেঙ্গায়।
জানাগেছে বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের নেতুরপুর অঞ্চলে সকালে অজানা জন্তুর পায়ের ছাপ লক্ষ্য করেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অনুমান এই পায়ের ছাপ বাঘের। আর এই পায়ের ছাপ ঘিরেই বাঘের আতঙ্ক গ্রাস করেছে নেতুরপুর ব্লকের পড়্যাশোল, হ্রদ, বেনা চাপড়া, সারেসকোল, বড়দি, কালাপাথর, দলমভেজা, পিড়রগাড়ীমোড় সহ এলাকার বাসিন্দাদের মধ্যে। যদিও ওই পায়ের ছাপ বাঘের পায়ের ছাপ কি না তা নিশ্চিত করেনি বনদফতর।
সারেঙ্গার পিড়রগাড়ী মোড়ে বনদফরের আধিকারিকেরা ওই পায়ের ছাপগুলি পরীক্ষা করে দেখছেন বলে জানাগেছে। তবে বনদপ্তরের অনুমান কয়েক দিন আগে যে বাঘটি এ রাজ্যের ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার জঙ্গল ঘুরে ঝাড়খণ্ডে ফিরে গিয়েছিল, সেই বাঘটিই আবার ফিরে এসেছে। যদিও এ ব্যাপারে বন দফতরের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত গত বছরের শেষ দিকে ওড়িশার সিমলিপালের জঙ্গল থেকে ঝাড়খণ্ড হয়ে এরাজ্যে ঢুকে পড়েছিল বাঘিনি জিনাত। ঝাড়গ্রামের জঙ্গল হয়ে পুরুলিয়ার রাইকা পাহাড় ঘুরে অবশেষে সে পৌঁছে যায় বাঁকুড়ার রানিবাঁধের গোঁসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে। সেখান থেকেই বনকর্মীদের হাতে ধরা পড়ে জিনাত। বিশেষজ্ঞদের একাংশের মতে এই বাঘটি জিনাতের প্রেমিক। কারণ জিনাত যে পথ ধরে ঘুরে বেড়িয়েছে সেই এলাকাগুলিতেই বিচরণ করছে এই বাঘ।