জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, গুসকরা, পূর্ব বর্ধমান-: বাড়ির ফেলে দেওয়া জিনিসপত্র ও পড়ে থাকা আবর্জনা যেগুলো নিয়মিত দৃশ্য দূষণ ও পরিবেশ দূষণ ঘটাচ্ছে সেগুলো দিয়েই যে দর্শনীয় সৌখিন জিনিস তৈরি করা যায় গত কয়েক বছর ধরে সেটাই করে দেখাচ্ছেন গুসকরা পুরসভার শিরিষতলা সংলগ্ন ৭ নং ওয়ার্ডের বাসিন্দা তপন দাস, পেশায় স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। তার হাতের জাদুতে কেদারনাথ, পুরীর জগন্নাথ মন্দির থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর মূর্তি বাস্তবের রূপ পেয়েছে। এবার তিনি চটের বস্তার টুকরো দিয়ে গড়ে তুললেন অপূর্ব সুন্দর সরস্বতীর মূর্তি।
প্রায় ৫ ফুট উঁচু কার্ডবোর্ডের ফ্রেমের উপর অবস্থিত এই সরস্বতী মূর্তিটি তৈরি করতে তিনি উপকরণ হিসাবে ব্যবহার করেছেন সুতলি দড়ি, কাপড়ের টুকরো ও চটের বস্তা। প্রায় চল্লিশ দিন কঠোর পরিশ্রম করে সেলাই ও আঠা ব্যবহার করে তিনি এই মূর্তিটি তৈরি করেছেন। চটের তৈরি হলেও এই মূর্তিটি দর্শনার্থীদের কাছে হতে চলেছে সবচেয়ে আকর্ষণীয়। জানা যাচ্ছে ছাত্রছাত্রীদের আব্দারে তৈরি করা এই মূর্তিটি সরস্বতী পুজোর দিন ভাতারের রামচন্দ্রপুরের যে বিদ্যালয়ে তপন বাবু শিক্ষকতা করেন সেখানে স্থান পাবে।
সহযোগিতার জন্য সহকর্মী ও পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তপন বাবু বললেন, আমার স্নেহের ছাত্রছাত্রীদের আব্দার মেনে আমি এই মূর্তিটি তৈরি করেছি। ওদের ভাল লাগলেই আমার পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব।






 
 
		 
                                    
