সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোলের সালানপুর ব্লকের কল্যাগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাহাড়পুর থেকে প্রায় ১০৯টি ব্রিটিশ আমলের রূপো ও অন্যান্য ধাতুর কয়েন উদ্ধার হল।
জানা যায় এলাকার বাসিন্দা দত্ত পরিবারের পুরনো বাড়ি সংলগ্ন এলাকা থেকে কয়েনগুলি উদ্ধার হয়। শনিবার সকালে পরিবারের সদস্য দিলীপ দত্ত রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশকে ফোন করে কয়েন উদ্ধারের বিষয়টি জানালে পুলিশ সেখানে যায় ও কয়েন গুলি নিজেদের হেফাজতে নেয়।
স্থানীয়রা জানান ওই বাড়ি সংলগ্ন ফাঁকা জায়গায় স্থানীয় ছেলে মেয়েরা খেলাধুলা করছিল । সেই সময় মাটি খুঁড়লে কয়েনগুলি বেরিয়ে আসে। কয়েনগুলির যথেষ্ট ঐতিহাসিক গুরুত্ব রয়েছে বলে মনে করছেন তাঁরা।
ঘটনা প্রসঙ্গে সালানপুরের বিডিও রুশালি কল জানান, ১০৯ টি রুপো ও অন্যান্য ধাতুর কয়েন উদ্ধার হয়েছে। বিষয়টি পশ্চিম বর্ধমান জেলাশাসক এবং মহকুমা শাসককে জানানো হয়েছে। উচ্চকর্তৃপক্ষের নির্দেশ অনুসারে আগামী পদক্ষেপ নেওয়া হবে।