জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, মঙ্গলকোট, পূর্ব বর্ধমান-: অভিনব ‘থিম’ ও প্যাণ্ডেলের মধ্যে নতুনত্বের ভাবনা মূলত রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্গাপুজোতেই দেখা যায়। ভাবনাগুলো বাস্তবের রূপ পায় পাক্কা পেশাদারদের হাতে। যদিও সেগুলি গড়ে ওঠে পেশাদার শিল্পীদের হাতে। কিন্তু এখানে থিম থেকে শুরু করে প্যাণ্ডেল পরিকল্পনা – সবকিছুই বাস্তবের রূপ পেয়েছে ওদের সৌজন্যে। ওরা মঙ্গলকোটের গণপুর গ্রামের সুমন, বিবেক, রোহন, ধাত্রী, অংশু, শুভদীপ, অয়ন, আদিত্য, সৌরভ, মৈনাক, স্বর্ণাভ, সৌমিক প্রমুখ। ওদের অধিকাংশ জন এখনো বিদ্যালয়ের গণ্ডিতেই আটকে আছে।
গণপুর ‘কার্পেডিয়েম’ ক্লাবের পরিচালনায় সরস্বতী পুজোর ‘থিম’ হলো ‘শিবের তাণ্ডব’। মূল সরস্বতী ও অন্য একটি মূর্তি পেশাদার শিল্পী তৈরি করলেও মণ্ডপ সজ্জা ওরা নিজেরাই তৈরি করেছে। ‘থিম’ ভাবনা ওদের নিজস্ব। বয়স অল্প হলেও মণ্ডপ সজ্জার মধ্যেই অভিনব ভঙ্গিতে ফুটে উঠেছে শিবের তাণ্ডব নৃত্যের সেই পরিচিত পৌরাণিক কাহিনী। দেখলে চোখ জুড়িয়ে যায়। যেকোনো পেশাদার দক্ষ শিল্পী এটা দেখে লজ্জা পেতে পারে। অল্প জায়গার মধ্যে তৈরি এই মণ্ডপ সজ্জা দেখতে সকাল থেকেই মণ্ডপের সামনে দর্শনার্থীদের ভিড় লেগেই আছে।
মণ্ডপ পরিকল্পনার অন্যতম কারিগর সুন্দর কুমার বললেন, আমরা বন্ধুরা প্রথমে থিম ও মণ্ডপ নিয়ে আলোচনা করি। পরে আমাদের ভাবনা পাড়ার গুরুজনদের সামনে তুলে ধরি। শেষপর্যন্ত ওদের পরামর্শে আমরা মণ্ডপ তৈরিতে আমাদের ভাবনা বাস্তবে ফুটিয়ে তুলি। এখন দর্শনার্থীদের প্রশংসা শুনে আমাদের খুব ভাল লাগছে।