eaibanglai
Homeএই বাংলায়স্কুলে সরস্বতী পুজোর ব্যবস্থা হয়নি, প্রতিবাদে বিক্ষোভ

স্কুলে সরস্বতী পুজোর ব্যবস্থা হয়নি, প্রতিবাদে বিক্ষোভ

সংবাদদাতা,বাঁকুড়াঃ– বসন্ত পঞ্চমী বলে কথা! মন্ত্র পাঠ, অঞ্জলি, প্রসাদ, ভোগ সব মিলিয়ে সকাল থেকেই স্কুলে স্কুলে আজ সাজ সাজ রব। কিন্তু একেবারে অন্য দৃশ্য ধরা পড়ল বাঁকুড়ার বেলিয়াতোড় চক্রের শিরষা প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে আজ ছিল না কোনো পুজোর আয়োজন। খুদে পড়ুয়ারা অঞ্জলির জন্য স্কুলে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে। আর এই ঘটনাকে কেন্দ্র করে এদিন ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় ও অভিভাবকেরা। স্কুল চত্বরেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে ক্ষোভে ফেটে পড়েন তারা।

স্থানীয় ও অভিভাবকদের দাবী স্কুলে পুজো হবে এই আশায় পড়ুয়ারা অনেক বেলা পর্যন্ত উপোস করে অপেক্ষা করার পর শেষমেশ স্থানীয় একটি ক্লাবের পুজোয় পুষ্পাঞ্জলি দেয়। এরপরই স্কুলে কেন পুজোর আয়োজন হলোনা তার জবাবদিহি দাবী করে স্কুল চত্বরে ক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা ও অভিভাবকেরা।

অন্যদিকে এদিন স্কুলমুখী হননি স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কুমার দত্ত। টেলিফোনে তাঁকে যোগাযোগ করা হলে তিনি জানান স্কুলে তিনি ছাড়া যে একজন যে শিক্ষিকা রয়েছেন তিনি সম্প্রতি২ মাসের জন্য ছুটি নিয়েছেন। ফলে তার একার পক্ষে পড়ুয়াদের সামলে পুজোর আয়োজন করা সম্ভব হয়নি। বিষয়টি তিনি অভিভাবকদের আগেই জানিয়েছিলেন, অভিভাবকেরা সেই সময় আপত্তি জানাননি বলেও দাবি করেন প্রধান শিক্ষক।

যদিও অভিভাবকদের দাবী প্রধান শিক্ষক পুজোর আয়োজনে অসমর্থ জানালে তাঁরাই সব আয়োজন করে দিতেন। কিন্তু শিক্ষক কিছু না জানিয়ে এভাবে পুজো বন্ধ করে দেওয়ায় পড়ুয়াদের শিশুমনে আঘাত লেগেছে। ঘটনার কড়া নিন্দা করেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানও।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments