সংবাদদাতা,আসানসোলঃ– স্কুলের বেহাল অবস্থা। ছাদ থেকে ভেঙে পড়ছে চাঙড়। প্রতিবাদে ও স্কুল ভবন সংস্কারের দাবিতে শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দিলেন অভিভাবকরা। চললো বিক্ষোভ, লাটে উঠল পড়াশপনা। কড়া রোদ্দুরে বসে রইল খুদে পড়ুয়ারা। ঘটনা আসানসোলের বার্ণপুরের বড়থল ফ্রি প্রাইমারী স্কুলের।
অভিভাবকদের দাবি বহুদিন ধরেই স্কুল ভবনের অবস্থা খারাপ। কোথাও ছাদ থেকে ভেঙে পড়ছে চাঙড়, কোথায় মেঝে ভেঙে গেছে। যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। অভিযোগ বহু বার স্কুল কর্তৃপক্ষের কাছে স্কুল ভবন সংস্কারের আবেদন করা হয়েছে। কিন্তু শিক্ষকদের হেলদোল নেই। তাই বাধ্য হয়েই এদিন তারা শ্রেণিকক্ষে তালা ঝুলিয়েছেন।
অন্যিদকে অভিভাবকদের একাংশের এই বিক্ষোভের জেরে স্কুলের পঠন পাঠন বন্ধ হয়ে যায়। পড়ুয়ারা কড়া রোদে শ্রেণি কক্ষের বাইয়ে বসে থাকে। পরে শিক্ষকদের অনুরোধে মিড ডে মিলের রান্নাঘরের তালা খোলা হয়।
এদিন স্কুলে প্রধান শিক্ষক উপস্থিত না থাকলেও অন্যান্য শিক্ষকরা অভিভাবকদের সঙ্গে এক মত পোষন করেন। তাঁরাও জানান স্কুল ভবনের একাংশ বিপজ্জনক অবস্থায় রয়েছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষেকে জানানো হয়েছে বলেও দাবি করেন তাঁরা।
বিষয়টি নিয়ে প্রাথমিক শিক্ষা দফতরের জেলা স্কুল পরিদর্শক দেবাশিস সরকার জানান, ভবন সংস্কারের জন্য অর্থ অনুমোদন হয়েছে। দরপত্রও ডাকা হয়েছিল। তবে কারিগরি কারণে তা বাতিল হয়েছে। দ্রুত দরপত্র ডেকে কাজ শুরু হবে।
এদিকে বিক্ষোভের খবর পেয়ে এলাকায় ছুটে যায় হিরাপুর থানার পুলিশ ও পরিস্থিতি সামাল দেয়।





