সংবাদদাতা,আসানসোলঃ- নামি কোম্পানির ভোজ্য তেলের স্টিকার লাগিয়ে চলছিল অবৈধ ব্যবসা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালাল এনফোর্সমেন্ট ও ফুড সেফটি বিভাগ।
জানা গেছে তাদের কোম্পানির ভোজ্য তেলের নকল লেবেল লাগিয়ে ভেজাল তেলের রমরমিয়ে ব্যবসা চালাচ্ছে আসানসোলের এক ভোজ্য তেলের ডিস্ট্রিবিউটর, এমনই অভিযোগ জানিয়ে এনফোর্সমেন্ট বিভাগের দ্বারস্থ হয় কোম্পানি। সেই অভিযোগ পেয়ে আসানসোলের উত্তর থানার অন্তর্গত মৌঝুরি এলাকায় ওই ডিস্ট্রিবিউটরের ভোজ্য তেলের গুদামে হানা দেয় এনফোর্সমেন্ট ও ফুড সেফটি বিভাগ। এবং সেখান থেকে লেবেল ও তেল বাজেয়াপ্তা করে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। তাঁরা জানান বাজেয়াপ্ত করা ভোজ্য তেল বৈজ্ঞানিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল এলে প্রয়োজন মতো পদক্ষেপ গ্রহণ করা হবে।
অন্যদিকে উক্ত ভোজ্য তেলের ডিস্ট্রিবিউটর ইন্দ্র প্রসাদ সাউ ভেজাল তেলের অভিযোগ অস্বীকার করে জানান, তাঁর কাছে যথেষ্ট নথিপত্র রয়েছে। কোনরকম বেআইনি কারবার তাঁরা করেন না। তাঁর গুদামে রাজস্থান থেকে সরষের তেল এবং বর্ধমান থেকে চালের তুষের তেল এনে প্যাকেজিং করা হয়। কোনো ভেজাল তেল তৈরি বা বিক্রি করা হয়না।





