নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– নতুন দিল্লিতে আয়োজিত ৪র্থ ওয়াকো ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে পশ্চিম বর্ধমান জেলার চারজন প্রতিযোগী অসাধারণ সাফল্য অর্জন করেছে। পশ্চিম বর্ধমান জেলার নাম জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও উজ্জ্বল করে তুলেছে। এরা হল আরাধ্যা ধীবর, সুরভী মন্ডল, উইবি মন্ডল ও ফিরোজ খান। গতকাল জেলার এই চার কৃতী কিকবক্সারকে সংবর্ধনা জানাল পশ্চিম বর্ধমান জেলা কিকবক্সিং অ্যাসোসিয়েশন।
দুর্গাপুরের সগরভাঙার কাছে এক বেসরকারি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি এই চার কৃতী খেলায়োড়কে অভিনন্দন ও উৎসাহ প্রদানের পাশাপাশি আগামী দিনে তাদের পাশে থাকার ও আর্থিক সহায়তারও আশ্বাস দেন। যা জেলার এই কৃতী খেলোয়াড়দের আগামী দিনে আরও ভাল ফল করার জন্য অনুপ্রানিত করেছে।
চলতি মাসের ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত নিউ দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত ৪র্থ ওয়াকো ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ দেশের হয়ে প্রতিনিধিত্ব করে ৫ টি স্বর্ণ পদক, ১ টি রৌপ পদক ও ৪ টি তাম্র পদক সহ সব মিলিয়ে মোট ১০ টি পদক জয় করে আরাধ্যা, সুরভী, উইবি, ফিরোজরা।
১, আরাধ্যা ধীবর ৩ টি স্বর্ণ পদক ও ১ টি রৌপ পদক,
২, সুরভী মন্ডল ১ টি স্বর্ণ পদক ও ১ টি তাম্র পদক
৩, উইবি মন্ডল ২ টি তাম্র পদক
৪, ফিরোজ খান ১ টি স্বর্ণ পদক জয় করে ও ১টি তাম্র পদক
প্রসঙ্গত উল্লেখ্য, এই ইন্টারন্যাশনাল কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে বিশ্বের ১৩ টি দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল। ভারতীয় কিকবক্সারদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে মোট ২৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। যাদের মধ্যে ছিল জেলার এই কৃতীরাও।





