eaibanglai
Homeএই বাংলায়আগামী ৮ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে বছরের প্রথম জাতীয় লোক আদালত

আগামী ৮ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে বছরের প্রথম জাতীয় লোক আদালত

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আগামী ৮ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে বছরের প্রথম জাতীয় লোক আদালত। যেখানে দ্রুত উপায়ে আলোচনা ও সমঝোতার মাধ্যমে মামলার মীমাংসা করা হবে। সারা দেশের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল ও দর্গাপুর আদালতেও অনুষ্ঠিত হবে এই লোক আদালত। যারা এক দিনের মধ্যে মামলার নিস্পত্তি করতে চাইছেন তাদের ফ্রেব্রুয়ারি মাসের মধ্যে আসানসোল আদালতের ডিএলএসএ অফিস কিংবা দুর্গাপুর আদালতে এসডিএলএসএ অফিসে যোগযোগ করার পরামর্শ দিয়েছেন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি, পশ্চিম বর্ধমানের সেক্রেটারি আম্রপালি চক্রবর্তী।

লোক আদালত মামলা নিষ্পত্তির একটি দ্রুত সস্তা এবং কার্যকর পদ্ধতি হিসেবে পিরিচিত। এটি জনগণের মধ্যে বিরোধ সমাধান করে।

লোক আদালতের মাধ্যমে যে সমস্ত মামলার নিস্পত্তি করা যায় সেগুলি হল- জমি সংক্রান্ত মামলা, ঋণ সংক্রান্ত মামলা, পারিবারিক বা বিবাহ বিচ্ছেদ, চুক্তি ভঙ্গের মামলা, ব্যবসায়িক বিরোধ, বিমা সংক্রান্ত, সম্পত্তিগত কোনো বিরোধ, মোটর ভেহিকেলস অ্যাক্টের কোনো পেন্ডিং মামলা বা ফাইন সংক্রান্ত কোনো মামলা, শ্রমিকের অধিকার বা কর্মস্থলের সমস্যা সংক্রান্ত মামলা, ব্যবস্য়ায়িক কোনো মামলা ইত্যাদি। এমনকি কোর্টে পেন্ডিং মামলা ছাড়াও যেগুলি কোর্টে আসেনি যা প্রি লিটিগেশন কেস হিসেবে পরিচিত যেমন ব্যাঙ্ক সংক্রান্ত কোনো সমস্য়া, যে কোনো বিবাদ যেটি প্রি লিটিগেশন স্তরে রয়েছে সেগুলির নিষ্পত্তি এই লোক আদালতে করা যায়। এছাড়াও নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে যে সব মামলা হয় কোর্টে সেই মামলা গুলোও লোক আদালতের মাধ্যমে নিষ্পতি করা যায়।

যারা এই লোক আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তি করতে চাইছেন তারা পশ্চিম বর্ধমান,ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির কাছে আবেদন করতে পারবেন। তারা মামলা খতিয়ে দেখে লোক আদালতে তা প্রেরণ করবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments