নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– আজ আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষ্যে নান অনুষ্ঠান ও কর্মসূচি পালন হচ্ছে রাজ্য জুড়ে। দুর্গাপুরেও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান পালন করছে দিনটি। তবে একেবারে অন্যভাবে দিনটি পালন করল দুর্গাপুর রোটারি ক্লাব ও গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব।
রোটারি ক্লাব অব স্মার্ট সিটি,দুর্গাপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় এদিন গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবে বিনামূল্যে কৃত্রিম অঙ্গ প্রদান কর্মূচির আয়োজন করে। দু’দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় শুক্রবার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর সুবীর রায়। এছাড়াও ছিলেন দুর্গাপুর গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের কর্মকর্তারা।
এই কর্মসূচিতে ১০৬ জনকে কৃত্রিম পা ও ৩৮ জনকে কৃত্রিম হাত প্রদান করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানান গুণীজনেরা।





