সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– আসানসোলের রাজ্য হস্তশিল্প মেলায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। পুড়ে ছাই হয়ে গেল একাধিক স্টল। তার মধ্যে ছয়টি ফুড বা খাবারের স্টল রয়েছে। সবমিলিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। দমকল ও অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন বিক্রেতারা।
এদিন দুপুর দেড়টা নাগাদ আসানসোল হস্তশিল্প মেলা চত্বরে একটি খাবার স্টলে প্রথম আগুন লাগে। সেই আগুন একে একে পার্শ্ববর্তী সাতটি স্টলে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে হাতের তৈরি বিভিন্ন সামগ্রীর একটি স্টল মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের সময় দমকা হওয়া থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু অভিযোগ এত বড় মেলার ব্যবস্থা করা হলেও অগ্নিনির্বাপনের কোনো ব্যবস্থা করা হয়নি। দমকলও প্রায় ৩০ থেকে ৪০ মিনিট পরে ঘটনাস্থলে পৌঁছয়। পরে দমকলের দুটি ইঞ্জিনের মাধ্য়মে প্রায় ঘণ্টাখানের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। পরে প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা মেলা চত্বরে ছুটে যান।
এত বড় একটি মেলা চত্বরে দমকলের কোন ইঞ্জিন কেন উপস্থিত ছিল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্টল মালিকেরা। অন্যদিকে মেলা চত্বরে যে স্ট্যান্ডবাই কোন দমকলের ইঞ্জিন যে ছিলো না, তা মেনে নিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের ওসি ( ইন্ডাস্ট্রি) দীক্ষা শেরপা। এই কথা একইভাবে স্বীকার করে নিয়েছেন দমকল বাহিনীর আসানসোল ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেবায়ন পোদ্দার ও আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন ওসিদীক্ষা শেরপা।
প্রসঙ্গতঃ, রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে গত ১ মার্চ রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও চন্দ্রনাথ সিনহার উপস্থিতিতে আসানসোলের পোলো গ্রাউন্ডে উদ্বোধন হয় রাজ্য হস্তশিল্প মেলার।





