নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাষ্ট্রায়ত্ত ডিভিসির ডিটিপিএস কারখানার নতুন ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন-ক্ষম ইউনিট প্রতিস্থাপনের জন্য প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যেই ভাঙা হয়েছে বহু বেদখল আবাসন। এছাড়াও ডিভিসির জায়গা জুড়ে গড়ে ওঠা অবৈধ বস্তি উচ্ছেদের নোটিশ জারি করেছে কর্তৃপক্ষ। অবশেষে বুধবার ৩৭ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী খাটালপাড়া বস্তি এলাকায় বিশাল বাহিনী নিয়ে উচ্ছেদ অভিযানে নামে ডিভিসি কর্তৃপক্ষ। সিআইএসএফ-এর বাহিনী ছাড়াও মোতায়েন ছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্সও। এদিন জেসিবি নিয়ে চলে উচ্ছেদ অভিযান।
দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের সিনিয়র জেনারেল ম্যানেজার(সিভিল) অমিত কুমার মোদি এদিন বলেন, “দু’মাস ধরে আমরা মাইকিং করেছি। ডিভিসির জমি খালি করার জন্য বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছিল। কিন্তু বস্তিবাসী জমি খালি না করায় আমরা অবশেষে উচ্ছেদ অভিযানে নেমেছি। ৮০০ মেগাওয়াটের ইউনিট তৈরির জন্য প্রচুর জমির প্রয়োজন। সেই সম্প্রসারণের কাজের জন্যই জমি পুনরুদ্ধার করা হচ্ছে। তবে এই অভিযানে কোনো সমস্যা হয়নি। পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতা পেয়েছি।”





