eaibanglai
Homeএই বাংলায়বিধ্বংসী আগুনে পুড়ে ছাই কাপড়ের দোকান, দমকল স্টেশনের দাবি

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই কাপড়ের দোকান, দমকল স্টেশনের দাবি

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- গত শনিবার হোলির রাতে বিধ্বংসী আগুনে একটি কাপড়ের দোকান পুড়ে যাওয়ায় ফের জোরালো হল জামুড়িয়ায় দমকল স্টেশনের দাবি। বহুদিন ধরেই এলাকায় একটি দমকল স্টেশনের দাবি জানাচ্ছেন স্থানীয়রা।

জানা গেছে শনিবার গভীর রাতে দোকানে আগুন লাগে। দোকানে আগুন জ্বলতে দেখে দমকলে খবর দেন স্থানীয়রা। পাশাপাশি স্থানীয় একটি কারখানার ইঞ্জিন দিয়ে ও এলাকাবাসীরা নিজেরাই আগুন নেভাতে উদ্যোগী হন। কিন্তু তাতে আগুন তো নিয়ন্ত্রণে আসেইনি উল্টে দোকানের তৃতীয় তলায় পৌঁছে যায় আগুনের লেলিহান শিখা। পরে আসানসোল ও রানিগঞ্জ থেকে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছয় ও রাতভরের চেষ্টায় অবশেষে রবিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়দের অভিযোগ দমকলের ইঞ্জিন দেরিতে আসায় আগুনের তীব্রতা এতোটাই বেড়ে যায় যে পুরো দোকান ভষ্মীভূত হয়ে যায়। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, জামুরিয়াতে একটা দমকল স্টেশন হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত তা হয়নি। এইরকম ঘটনা এর আগেও দেখা গেছে। দমকল বিভাগ আগুন নেভানোর জন্য আসার আগেই আগুনের লেলিয়ান শিখায় পুড়ে ছাই হয়ে গেছে ব্যবসায়িক প্রতিষ্ঠান। এবারও একই ঘটনা ঘটল। যার জেরে ব্য়াপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের।

এই বিষয়ে জামুড়িয়ার তৃণমূল কংগ্রেসের নেতা তথা আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ সুব্রত অধিকারী জানান, জামুড়িয়ায় একটি দমকল স্টেশনের প্রয়োজন আছে। তা তৈরির প্রক্রিয়াও শুরু হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments