নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- হনুমান জয়ন্তী উপলক্ষ্যে শনিবার দুর্গাপুরের বিধাননগরের ডাক বোম সেবা সমিতির পক্ষ থেকে এক বর্ণাঢ্য কলস শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। যেখানে প্রায় কয়েকশো মহিলা কলস নিয়ে যাত্রা করেন। শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন কয়েকশো ভক্ত পুরুষ ও মহিলা। অন্যদিকে পুরো শোভাযাত্রা জুড়ে ছিল কড়া পুলিশি নজরদারি।
শোভাযাত্রা শেষে বিধাননগর মহকুমা হাসপাতাল সংলগ্ন হনুমান মন্দিরে শুরু হয় পূজা অর্চনা ও ভজন সংকীর্তন। এদিন দিনভর চলো ধর্মীয় নানা অনুষ্ঠান।
বিধাননগর, ডাক বোম সেবা সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে হনুমান জয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল বিধান নগর মহকুমা হাসপাতাল ও ইএসআই হাসপাতালের রোগীদেরকে ফল বিতরণ করা হবে। এছাড়াও আগামীকাল সন্ধ্যায় কয়েক হাজারা ভক্তেদের মধ্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে।





